*ঘরের ট্যুইয়ে বসে রয়েছে অজগর ।
0;35-0;37makondo
নিরুপায় হয়ে বাড়ির বাইরে রাত কাটালো গৃহস্থ।
, দড়ি দিয়ে অজগর বেঁধে তবে নিশ্চিন্ত।
কী কান্ড !
যমের মানুষে টানাটানি।
0;00+0! 12 dari
ঘরের মধ্যে বসে রয়েছে অজগর । কেউ কিচ্ছুটি টের পায়নি। সকলের আড়ালে ঘরের ভেতর বসে রয়েছে আস্ত বিষধর । মাঝরাতে টের পেতেই ভয়ানক পরিস্থিতি হলো সৃষ্টি। সোমবার ভোররাতে কালিপদ অধিকারীর পরিবারের সকলে গভীর নিদ্রায় ছিলেন, শৌচ কর্ম করতে উঠলে কানে ভেসে আসে ফোঁস ফোঁস শব্দ, চোখ তুলে উপরে তাকাতেই আঁতকে ওঠেন পরিবারের সকলে । এ যে সাপ! তাও আবার অজগর। গলা থেকে শব্দ বেড়োতে চাইলেও তা কোন ভাবে আটকে আতঙ্কের চোটে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসেন সকলে
0;17-0;30 makondo
। এদিকে ভোর রাত থেকেই ঘরের বাইরে রাত কাটাতে হয় অধিকারী পরিবারকে।সারারাত ভেতরে সাপ বাইরে মানুষ।পরে গ্রামবাসীরা এই সাহস করে অজগর সাপটিকে বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ট্যুইয়ের উপর থেকে নামান। এরপর দড়ি দিয়ে বেঁধে রাখা হয় সাপ টিকে। খবর পেয়ে এলাকায় পৌঁছায় ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাজেশনের সদস্যরা।
Byte
জানা যায় পরবর্তীতে সাপটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। সাপটির শরীরে বেশ কয়েক জায়গায় আঘাত রয়েছে। বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়ারের কর্মীরা এসে সাপ টিকে নিয়ে যান। এরপরেই আতঙ্ক মুক্ত হয় গ্রামবাসীরা।
Leave a Reply