এবার কি পশ্চিমবঙ্গের শিক্ষকদের স্যালারি বাড়বে? মমতার বয়ানে স্কুল টিচারদের মাইনে বাড়ার ইঙ্গিত!

এবার কি পশ্চিমবঙ্গের শিক্ষকদের স্যালারি বাড়বে? মমতার বয়ানে স্কুল টিচারদের মাইনে বাড়ার ইঙ্গিত!

এবার কি পশ্চিমবঙ্গের শিক্ষকদের
স্যালারি বাড়বে?

মমতার ব্যানার্জির বয়ানে
স্কুল টিচারদের মাইনে বাড়ার ইঙ্গিত!
খুশির আমেজ শিক্ষক মহলে!

বেতন বৃদ্ধি থেকে পদোন্নতি!
পুজোর আগেই মিলতে পারে
একগুচ্চ সুখবর!

ঠিক কবে বাড়বে শিক্ষকদের বেতন?
দেখুন কি বলছে নবান্ন

একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। ভোটের আগে ফের একবার মমতা ম্যাজিক। যখন একদিকে সরকারি কর্মচারীদের DA বৃদ্ধির আন্দোলন থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জালে বিদ্ধ বাংলা। জেলবন্দী একাধিক নেতা থেকে মন্ত্রী। প্রায় রোজই রাজ্যজুড়ে চলছে ধরনা, অনশন, আন্দোলন। ঠিক সেই সময়ই আসল খেল দেখালেন মমতা।

মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে হাসি ফুটতে পারে শিক্ষকদের মুখে। জানা যাচ্ছে, সরকারি স্কুলের পার্শ্ব শিক্ষক-শিক্ষিকাদের বেতন বৃদ্ধির বিষয় এবারে সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। বর্তমানে চলছে ভাবনাচিন্তা। সূত্রের খবর এই বিষয়ে মন্ত্রিসভায় হয়েছে কয়েক দফা বৈঠক। শুধু বেতন বৃদ্ধিই নয়। একাধিক আরো নানা পরিকাঠামো উন্নয়নের বিষয়েও হয়েছে আলোচনা। এছাড়াও নিয়মিত ভাবে বিবেচনা করা হবে শিক্ষক ও শিক্ষিকাদের পড়ানোর মান। সেই অনুসারে তাদের পদোন্নতির দিকেও দেওয়া হবে বিশেষ নজর। স্বভাবতই এই খবরে খুশির হাওয়া শিক্ষক মহলে।
তবে শুধুমাত্র, পার্শ্ব শিক্ষক-শিক্ষিকাদের জন্য এই সিদ্ধান্ত হওয়ায়। কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের পার্মানেন্ট শিক্ষক শিক্ষিকারা। তবে কতটা বাড়বে বেতন। কিংবা কবে থেকেই বা লাগু হবে এই নতুন বেতন পরিকাঠামো। সেই বিষয়ে এখনো কোনো বিবৃতি জারি করেনি রাজ্য।

তবে ভোটের আগে এই সিদ্ধান্ত কি শুধুই নির্বাচনী কৌশল নাকি সত্যি সিদ্ধান্ত তার উত্তর দেবে সময়। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে একটু হলেও যে তৃণমূল অক্সিজেন পাবে তা বলাই বাহুল্য।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *