পুজোর আগেই রেশন কার্ডে বড়সড় রদবদল। রেশন কার্ডে যুক্ত হল দুটি সুপার পাওয়ার, এবার লাভের বন্যায় ভাসবে আমজনতা

পুজোর আগেই রেশন কার্ডে বড়সড় রদবদল। রেশন কার্ডে যুক্ত হল দুটি সুপার পাওয়ার, এবার লাভের বন্যায় ভাসবে আমজনতা

পুজোর আগেই রেশন কার্ডে
বড়সড় বদল!

দু দুটি সুপার পাওয়ার
যুক্ত হচ্ছে রেশন কার্ডে!

যা পাল্টে দেবে
সম্পূর্ণ রেশন পরিষেবা!

এবার রেশন কার্ড থাকলেই
লাগবে না আর কিছু!
লাভের বন্যায় ভাসবে আমজনতা!

প্রকাশ্যে মোদীর নতুন প্ল্যান

দেশের ৮০ কোটি মানুষের ভরসা রেশন কার্ড। দিনে আনে দিনে খায় এমন মানুষেরও বেঁচে থাকার শেষ সম্বল এই ১টি মাত্র কার্ড। এই কার্ড আছে বলেই দারিদ্র সীমার নীচে বসবাস করে এমন মানুষগুলোর অন্নের জন্য হন্য হয়ে ঘুরতে হয় না। এবার রেশন কার্ডকেই আরও বেশি শক্তিশালী করতে দুটি বড় বড় উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। যা শুনলে আনন্দে লাফাবেন উপভোক্তারা। যাদের রেশন কার্ড রয়েছে তাদের জন্য এই দুটি সুবিধা। এই স্কিমে শুধু গ্রাহকই নয় উপকৃত হবেন রেশন ডিলারও। মূলত রেশন দোকানগুলিকে এক সার্ভিস সেন্টারে পরিনত করতে চায় সরকার। যেখানে খাদ্যদ্রব্য বন্টন এর সঙ্গে থাকবে ব্যাংকিং পরিষেবাও। এই নিয়ে ইতিমধ্যে বহু ব্যাংকের সাথে আলোচনা চালাচ্ছে সরকার।

এছাড়াও রয়েছে আরেকটি বড় সুখবর। এবার থেকে রেশন দোকানেই মিলবে পোস্ট অফিসের পরিষেবা। থাকবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের সুবিধা। এখান থেকে করা যাবে টাকার লেন-দেন। এছাড়াও ভবিষ্যতে আঁধার কার্ড থেকে পাসপোর্ট, এই সবকিছুর পরিষেবাই মিলবে রেশন দোকানে।

কেন্দ্র সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এবারে এই উদ্যোগ সধারণ মানুষের হীতে কতটা কার্যকরী হবে তার উত্তর দেবে সময়ই।।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *