চাঁদ

পৃথিবী থেকে চাঁদকে কেমন দেখায় তা তো কমবেশি আমরা সকলেই জানি। তবে চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে পৌঁছানোর পর এবার সকলেই জানতে চান চাঁদ থেকে পৃথিবীকে দেখতে ঠিক কেমন লাগে? আপনি কি জানেন চাঁদ থেকে তোলা আমাদের  নীল-সবুজ পৃথিবীর এই ভাইরাল ছবি এলো কোথা থেকে? আসলে কে তুলল চাঁদ থেকে পৃথিবীর এমন অপরূপ রূপের ছবি?

চাঁদের আলো এতটাই মায়াবী হয় যা দেখলেই  প্রেমে পড়ে যান সকলে। চাঁদের অপরূপ সৌন্দর্য্যের দিকে তাকিয়েই কাটিয়ে ফেলা  যায় ঘন্টার পর ঘন্টা সময়। এইভাবেই নিমেষের মধ্যে দূর হয়ে যায় মানুষের মনের ক্লান্তি। তাই চাঁদ নিয়ে চর্চাও বহুদিনের। চাঁদ নিয়ে কবিতা কিংবা গানের সংখ্যাও নেহাত কম নয়।

যুগে যুগে এই চাঁদ কথাটি যেন সৌন্দর্য্যের পরিপূরক। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, যা নিয়ে মানুষের কৌতূহল বহু পুরনো।  রহস্যময়ী এই চাঁদে কিছুদিন আগে পৌঁছে গিয়েছে ভারতের পাঠানো তৃতীয় চন্দ্রযান। চাঁদের  মাটিতে এই চন্দ্রযান পৌঁছানোর পরেই  চাঁদ  নিয়ে মানুষের কৌতূহল গিয়েছে দ্বিগুণ বেড়ে।

চন্দ্রপৃষ্ঠ থেকে সুবিশাল এক পৃথ্বীবলয়। আমরা যেমন সুপারমুন দেখতে অভ্যস্ত, এ যেন ঠিক সেরকম সুপারআর্থ। আবার, আরেকটা ছবিতে দেখা যাচ্ছে, স্পেসস্যুট পরে চাঁদের মাটিতে বসে আছেন নভোচারী, অনন্ত বিস্ময়ে তিনি চেয়ে আছেন আমাদের এই নীল-সবুজ গ্রহের দিকে। কখনও আবার আধেক লাল, আধেক নীলের ব্যঞ্জনায় ধরা দিয়েছে চাঁদের মাটি থেকে ধরিত্রীর নীললোহিত রূপ।

সেইসাথে বহু মানুষের মনে উঁকি দিচ্ছে একটিই  প্রশ্ন। তা হল পৃথিবী থেকে চাঁদকে কেমন দেখায় তা তো আমরা কমবেশি সকলেই জানি। তবে এবার সকলেই জানতে চান চাঁদ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে? এখানে বলে রাখি এখনও ইসরো থেকে তেমন কোন ছবি পাঠানো না হলেও ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে বেশ কিছু ছবি। সেই ছবিতে চন্দ্রপৃষ্ঠ থেকে দেখা যাচ্ছে আর সুবিশাল পৃথিবী বলয়। এছাড়া ঠিক যেমন আমরা পৃথিবীতে দাঁড়িয়ে সুপারমন দেখতে অভ্যস্ত তেমনি ভাইরাল ওই ছবিতে দেখা গেল চন্দ্রপৃষ্ঠ থেকে ‘সুপার আর্থ’।

এছাড়াও আরও একটি ছবিতে দেখা যাচ্ছে চাঁদের মাটিতে বসেই  এক নভোচারী আমাদের এই নীল সবুজ পৃথিবীর দিকে তাকিয়ে রয়েছেন অবাক দৃষ্টিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ছবি যদি  ইসরো না পাঠিয়ে থাকে তাহলে এই ছবি এলো কোথা থেকে? আসলে কে তুলল চাঁদ থেকে পৃথিবীর এমন অপরূপ রূপের ছবি?  আসলে উত্তরটা এ আই। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। যা দিয়ে খুব সহজেই যে কেউ বানিয়ে ফেলতে পারেন এই ধরনের ছবি। এর জন্য শুধু এআই-কে নির্দেশ দিয়ে বিস্তারিত বলে দিতে হবে ঠিক কি কি চাওয়া হচ্ছে।নির্দেশ মিলতেই  ছবি তৈরির কাজ শুরু করে দেবে সে। এর জন্য রয়েছে একাধিক সাইট।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *