আর মাত্র ১ দিন, ১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে ৬টি পুরনো নিয়ম! যা সরাসরি প্রভাবিত করবে আমজনতাকে
১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে
একাধিক নিয়ম
১টি নয়, ২টি নয়
বদলে যাচ্ছে ছয় ছয়টি নিয়ম
আর মাত্র ১ দিন!
না জানলেই মহাবিপদে!
ব্যাংক একাউণ্ট থেকে সরকারি স্কিম
আগাগোড়া পাল্টে যাবে অনেক কিছুই
সরাসরি প্রভাবিত হবে আমজনতা
কী কী নিয়ম বদলালো?
দেখুন…………………………
সামনেই সেপ্টেম্বর মাস। প্রত্যেক মাসের মতই সেপ্টেম্বর মাসেও রদবদল আসতে চলেছে বেশ কিছু নিয়মে। অনেকেই প্রতি মাসের নতুন নতুন আপডেটেড গুলো না জানার কারণে ফ্যাসাদে পড়ে যান। কারণ প্রতি মাসে যে সমস্ত নিয়মে রদবদল আসে, সেই সমস্ত নিয়মগুলো সাধারণ মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেমন কোনোটা আর্থিক ব্যবস্থার সঙ্গে জড়িত, কোনোটা নিত্য দিনের ব্যবহৃত সামগ্রীর সঙ্গে জড়িত। নতুন নতুন এই নিয়মগুলোর কোনোটা আমজনতার কপাল খুলে দেয়, তো কোনোটা আবার আমজনতাকে ফ্যাসাদে ফেলে দেয়। আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে মোট ৬টি নিয়মে রদবদল আসতে চলেছে। ফ্যাসাদে পড়ার আগে দেখুন কোন ৭টি নিয়মের বদল আসতে চলেছে –
১, *২০০০ টাকার নোট নিয়ে বড় ঘোষণাঃ* সেপ্টেম্বর মাসেই ২০০০ টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার শেষ তারিখ। তবে তারিখ নির্দিষ্ট করে এখনও কিছুই জানায়নি। তাই ধরে নেওয়া যেতে পারে সেপ্টেম্বর মাসেই আপনাকে ২০০০ টাকার নোট ব্যাংকে জমা দিয়ে দিতে হবে। এরপর আপনার কাছে থাকা ২০০০ নোটের কোনো দাম থাকবে না। তখন আপনি চাইলেও পারবেন না ফেরত দিতে।
২, কেওয়াইসি আপডেটঃ কেন্দ্র সরকারের এমন অনেক প্রকল্প রয়েছে, যার সাহায্যে আর্থিক সাহায্য দেওয়া হয়। সেই সব প্রকল্পের গ্রাহকদের ব্যাংকের কেওয়াইসি আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ অন্যান্য যা যা প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের গ্রাহকদের এই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে কেওয়াইসি আপডেট করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে না করলে প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাবে।
৩, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার নতুন নিয়মঃ আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত ডিম্যাট অ্যাকাউন্টধারীদের নমিনেশন ফাইল করার সময়সীমা বেঁধে দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ।
৪, আধার আপডেটঃ বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ ১৪ই সেপ্টেম্বর। এরপর আর আধার কার্ড আপডেট করতে পারবেন না। তাই দেরী না করে নিকটস্থ সাইবার ক্যাফে গিয়ে আধার আপডেট করুন। অনলাইনে যারা আধার আপডেট করতে ইচ্ছুক তারা এই ওয়েভসাইটে ভিসিট করুন, ওয়েভসাইটটির নাম- myaadhaar.uidai.gov.in।
৫, অ্যাক্সিস ব্যাঙ্কের ম্যাগনাস ক্রেডিট কার্ডে পরিবর্তনঃ আগামী মাস থেকে বার্ষিক ফি এর ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে 7 অ্যাক্সিস ব্যাঙ্কের ম্যাগনাস ক্রেডিট কার্ডে। এতদিন পর্যন্ত এই ক্রেডিট কার্ডের অ্যানুয়াল ফি ছিল ১০০০০ টাকা প্লাস জিএসটি। এই কার্ডের সাহায্যে গ্রাহকেরা পেতেন ১০ হাজার টাকা মূল্যের একটি ভাউচার। তবে এবার থেকে, এই ক্রেডিট কার্ডের বার্ষিক ফি বেড়ে হচ্ছে ১২,৫০০ প্লাস জিএসটি। ফলে গ্রাহকের ভালোই চাপ পড়বে।
৬, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নিয়মঃ সেপ্টেম্বর মাস থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবীণদের জন্য উইকেয়ার ফিক্সড ডিপোজিটের মেয়াদ বাড়িয়েছে। এই স্কিমের উপভোক্তাদের, এসবিআই ৫ থেকে ১০ বছরের মেয়াদী স্থায়ী আমানতের প্রবীণ নাগরিকদের অতিরিক্ত সুদের সুবিধা দিচ্ছে। এসবিআই এর তরফে জানানো হয়েছে, এই স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার তারিখ ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত বহাল রয়েছে।
Leave a Reply