প্রকাশ্যে এলো দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নাম! ১ নম্বরে যিনি আছেন নাম শুনলে বিশ্বাসই হবে না! কত নম্বরে মমতা ব্যানার্জি?
প্রকাশ্যে এলো দেশের সবচেয়ে
জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নাম!
২০২৩ সালের তালিকায়
এই প্রথম মারাত্মক রদবদল!
কেউ ভাবতেই পারেনি
এতবড় পরিবর্তন!
সম্পূর্ণ পাল্টে গেছে জনতার মুড!
১ নম্বরে যিনি আছেন
নাম শুনলে বিশ্বাসই হবে না!
কত নম্বরে মমতা ব্যানার্জি?
সামনেই লোকসভা ভোট। সেই নিয়ে প্রতিদিনই চড়ছে পারদ। প্রায় রোজদিনই কিছু না কিছু খবর উঠে আসছে শিরনামে। NDA নাকি INDIA কে আসবে ক্ষমতায় এটি এখন লাখ টাকার প্রশ্ন। আর এই INDIA জোটেরই অন্যতম জনপ্রিয় মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু রাজ্য নয় সারা দেশেও তার জনপ্রিয়তা তুঙ্গে। ‘INDIA’ জোট জয়লাভ করলে প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা রয়েছে তারও।
তবে এবার ইন্ডিয়া টুডে’ র সি ভোটার সমীক্ষায় উঠে এল অবাক তথ্য । এই সমীক্ষা চালানো হয়েছিল জনপ্রিয়তার নিরিখে শীর্ষে রয়েছে কোন মুখ্যমন্ত্রী। মোট ৩০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের ওপর চালানো হয় এই সমীক্ষা।
এই সমীক্ষায়, জনপ্রিয়তার শীর্ষে থেকে সর্ব প্রথমে যার নাম উঠে আসে। সে হল উত্তরপ্রদেশের মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৪৩ শতাংশ মানুষের মতে তিনি নাম্বার ওয়ান ।
এরপরেই দ্বিতীয়তে যার নাম আসে। সে হল দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার জনপ্রিয়তাও নেহাত কম নয়। শতাংশের হিসেবে তিনিও পেয়েছেন ১৯.১ শতাংশ মানুষের সমর্থন।
তৃতীয় স্থানে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাকে সমর্থন করেছেন মোট ৮.৮ শতাংশ মানুষ।
এরপরেই চতুর্থ স্থানে রয়েছেন তামিলনাড়ুর এম কে স্ট্যালিন। ৫.৬ শতাংশ মানুষের পছন্দ তিনি। এছাড়াও পঞ্চমে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পত্তনায়ক।
কিন্তু শুধু এই সমীক্ষাই নয়। ইন্ডিয়া টুডের পক্ষে চালানো হয় আরও এক সমীক্ষা। যেখানে শুধুমাএ পশ্চিমবঙ্গের মানুষদের ওপর চালানো হয় এই সমীক্ষা। দেখা হয় বাংলার মানুষের মতে সেরা মুখ্যমন্ত্রী কে!?
তবে এক্ষেত্রেও ফলাফল খুব একটা ভালো নয় মমতা বন্দ্যোপাধ্যায়র জন্য। বাংলার মানুষদের মতে সর্বসেরা মুখ্যমন্ত্রী নবীন পত্তনায়ক। তার পরেই দ্বীতিয় স্থানে ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল। তৃতীয়তে দিল্লীর অরবিন্দ কেজরিওয়াল। সবচেয়ে অবাক কান্ড রাজ্যের মানুষের মতে প্রথম পাঁচ এও নেই মূখ্যমন্ত্রীর নাম। যেখানে দেশের মানুষের নিরিখে তিনি তৃতীয় স্থানে। সেখানে রাজ্যের মানুষের মতে তিনি প্রথম ৫এও নেই। অর্থাৎ একটা প্রশ্ন শেষে উঠেই যায়। তবে কি নিজ রাজ্যে জনপ্রিয়তা হারাচ্ছেন মমতা। উত্তর দেবে নির্বাচন।।
Leave a Reply