দুর্গা পুজোর আগেই বড়সড় বোনাস দিল মমতা ব্যানার্জি! এবার পুজোয় সুইজারল্যান্ড দেখাবে মুখ্যমন্ত্রী

এবার দার্জিলিং হবে সুইজারল্যান্ড! মমতা ব্যানার্জির ১টি মাত্র উদ্যোগে পাল্টে যাবে পাহাড়ের রুপ

এবার দার্জিলিং হবে সুইজারল্যান্ড!
মমতার ১টি মাত্র উদ্যোগে
পাল্টে যাবে পাহাড়ের রুপ!

ধরতেই পারবেন না
দার্জিলিং আর সুইজারল্যান্ডের ফারাক!

ঠিক কি পরিকল্পনা করেছে নবান্ন?
না জানলেই চরম

বিদেশ ঘুরতে কে না চায় বলুন তো! সবাই চাই জীবনে একবার হলেও বিদেশ ঘুরে আসতে। এবার সেই সুবর্ণ সুযোগ করে দিল রাজ্য সরকার। আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনছেন। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বিনা পাসপোর্টে, নামমাত্র খরচে বিদেশ দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে মুখ্যমন্ত্রী। যে সে দেশ নয়, একেবারে সুইজারল্যান্ড । তবে এর জন্য আপনাকে দেশের বাইরে যাওয়ার কোনও দরকারই নেই। ভারতের মানচিত্রে থেকেই আপনি সুইজারল্যান্ড ঘুরে দেখতে পারবেন। কারণ এবার সুইজারল্যান্ডকেই তুলে এনে বাংলায় বসাচ্ছেন মুখ্যমন্ত্রী। ভ্রমণ পিপাসু বাঙালি তথা ভারতীয়দের অন্যতম পছন্দের স্থান হল দার্জিলিং। এখানকার অন্যতম আকর্ষণ রোপওয়ে সার্ভিস। পাহাড়ি সৌন্দর্য্যতাকে উপভোগ করতে রোপওয়ের জুড়ি মেলা ভার। এবারে এই রোপওয়েই সার্ভিসকেই নতুন রূপ দিতে চলেছে রাজ্য সরকার। সুইজারল্যান্ড এর ধাঁচে বদলে ফেলা হবে দার্জিলিং এর রোপওয়ে সার্ভিস। একটি বেসরকারি এজেন্সীর হাতে দেওয়া হয়েছে এই দায়িত্ব।

নতুন রোপ ওয়েতে থাকবে বিশেষ টার্মিনাল, রুট হবে সম্পূর্ণ অন্যরকম। বাড়ানো হবে মধ্যবর্তী স্টেশন। আরো ভালো ভাবে উপভোগ করা যাবে রাম্মাম নদী ও রাম্মাম উপত্যকার সৌন্দর্য্যকে। টান- টান উত্তেজনাময় এই যাত্রায় থাকবে আরো নানান আকর্ষন। যাত্রীদের জন্য করা হবে বিশেষ ওয়েটিং রুম। থাকবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। যাত্রী সুরক্ষায়েও থাকবে বিশেষ ব্যাবস্থা। মাঝপথে কোনরকম দুর্ঘটনা ঘটলে থাকবে ক্যুইক রেসপন্স টিম। গোটা যাত্রা থাকবে সি সি টিভিতে মোড়া। আহত যাত্রীদের জন্য করা হবে বিশেষ বীমার ব্যাবস্থা। দার্জিলিং এ এই রোপওয়ে সার্ভিস প্রথম শুরু হয় ১৯৬৮ সালে। চকবাজার থেকে সিংলা বাজারের মধ্যেই প্রথম এই রোপওয়ে সার্ভিস চালু হয়। প্রথমে এই রোপওয়ে চলত সিঙ্গেল ট্র্যাক জিগ ব্যাক সিস্টেমের মাধ্যমে। পরবর্তীতে চালু হয় মনোমেবল গণ্ডলার সিস্টেম। ২০০৩ সালে দুর্ঘটনার পর প্রায় আট বছর বন্ধ থাকে এই রোপওয়ে সার্ভিস। ফের শুরু হয় ২০১২ সালে, তবে খুবই ছোট দূরত্বে। এবারে এই নতুন রুটের রোপওয়ে কতটা কার্যকরী হবে তা সময়ই বলবে। পুজোর আগেই এই নতুন রুটের রোপওয়ে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *