সুনীল শেট্টি

নব্বইয়ের  দশকের বলিউড সিনেমার অত্যন্ত জনপ্রিয় একজন সুপারস্টার হলেন সুনীল শেট্টি। পর্দায় পুরোদস্তুর  অ্যাকশন হিরো এই অভিনেতা বাস্তব জীবনে কিন্তু আদ্যোপান্ত একজন ফ্যামিলি ম্যান। তাই ব্যস্ততা থেকে অবসর মিলতেই বাড়িতে তিনি তাঁর স্ত্রী মানা এবং দুই সন্তান আথিয়া আর আহানের সাথে সময় কাটাতে ভালোবাসেন।

রুপালি পর্দায় একাধিক  সুন্দরী অভিনেত্রীদের সাথে অভিনয় করলেও  সুনীল শেট্টির স্ত্রী মানাও কিন্তু বলিউড অভিনেত্রীদের থেকে সৌন্দর্যে কোন অংশে কম নন।  অনেকেই হয়তো সুনীল ঘরণীর  নাম জানলেও তাঁর পেশা এবং নিজস্ব পরিচয় সম্পর্কে অবগত নন। তবে  কোটি কোটি টাকার সম্পত্তির মালিক সুনিল শেট্টির স্ত্রী শুধু সুন্দরীই নন তাঁর রয়েছে আরও একাধিক বহুমুখী প্রতিভা। তাই ‘বিউটি উইথ ব্রেন’ কথাটির  প্রকৃত উদাহরণ, তিনি হতেই পারেন! । বলিউড অভিনেতার স্ত্রী হিসাবে তাঁর এই  ব্যবসায়িক সাফল্য দেখে অনেকেই তাঁকে হিন্দি সিনেমা জগতের ‘লেডি মুকেশ অম্বানী’ও বলে থাকেন।

প্রসঙ্গত বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে সুনীল শেট্টি হলেন অন্যতম সফল একজন ব্যবসায়ী। পোশাক সংস্থার পাশাপাশি অনেকগুলি নামিদামি রেস্তরাঁরও মালিক তিনি। তাই অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক দিক দিয়েও দারুণ সফল এই অভিনেতা। তবে সুনীল শেট্টি একা নন তার স্ত্রীও কিন্তু ব্যবসায়িকভাবে দারুন সফল। তবে তাঁর আগ্রহের জায়গা হল রিয়্যাল এস্টেট এবং নির্মাণশিল্প। এছাড়া খুব ছোট থেকেই পোশাকশিল্পের প্রতিও ব্যাপক আগ্রহ ছিল তাঁর। তাই বাবার সাহায্য নিয়ে মাত্র ১৫ বছর বয়সেই নাকি বোন ইশার সঙ্গে খুলে ফেলেছিলেন নিজের একটি ফ্যাশন ব্র্যান্ড। এছাড়াও একটি সাজসজ্জা এবং উপহার সামগ্রীর স্টোরের মালিক তিনি।

তবে বহু বছর আগে অভিনেতা স্বামী সুনীল শেট্টির সাথে মিলেই একটি  রিয়্যাল এস্টেট সংস্থা শুরু করেছিলেন মানা। জানা যাচ্ছে ওই সংস্থা ইতিমধ্যেই ২১টি সুসজ্জিত বিলাসবহুল ভিলা তৈরি করেছে। এমনকি মুম্বই এবং সংলগ্ন এলাকায় যথেষ্ট নাম ডাক রয়েছে মানার রিয়্যাল এস্টেট ব্যবসার। কোটি কোটি টাকার মালিক মানা আয়ের দিক থেকেও হামেশাই টক্কর দেন নিজের স্বামীকেও। এখানেই শেষ নয়, এই সমস্ত ব্যবসার দায়িত্ব সামলানোর পাশাপাশি মানা কিন্তু এক জন সমাজকর্মী হিসাবেও কাজ করেন। জানা যায় তাঁর বাবা,মা,ভাই বোন থেকে শুরু করে পরিবারের প্রায় সমস্ত সদস্যরাই হয় স্থপতি নয়তো সমাজকর্মী।

আজ কোটি কোটি টাকার মালিক মানা শেট্টি একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁকে ব্যবসার কাজে সারাক্ষণ উৎসাহ  দিয়েছিলেন তাঁর স্বামী সুনীল শেট্টি। সুনীল শেট্টির সাথে তাঁর স্ত্রী মানার প্রেম কাহিনী এবং বিয়ে সবটাই কিন্তু সিনেমার চিত্রনাট্য থেকে কোন অংশে কম নয়। টানা নয় বছর প্রেম করার পরে ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু তাঁদের দুজনের ধর্ম আলাদা হওয়ায় বিয়েতে আপত্তি জানানো হয়েছিল দুই পরিবারের তরফেই।  কিন্তু তাদের ভালোবাসার কাছে কোন বাধাই টেকেনি। দেখতে দেখতে ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে তাঁদের দাম্পত্য জীবনের ৩০ টা বছর। প্রসঙ্গত সুনীল শেট্টি হলেন বলিউডের এমন একজন অভিনেতা যিনি বিয়ের পরে এসেছিলেন অভিনয়ে।  এমনকি অভিনয় এসে তিনি কখনও গোপন করেননি নিজের স্ত্রীর পরিচয়ও।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *