নাসা এবং ইসরোর বিজ্ঞানীদের কীভাবে ভাড়া করা হয় জানেন? এই দুই সংস্থায় কাজ করতে কি কি যোগ্যতা লাগে?

নাসা এবং ইসরোর বিজ্ঞানীদের কীভাবে ভাড়া করা হয় জানেন? এই দুই সংস্থায় কাজ করতে
কি কি যোগ্যতা লাগে?

নাসা এবং ইসরোর বিজ্ঞানীদের
কীভাবে ভাড়া করা হয় জানেন?

এই দুই সংস্থায় কাজ করতে
কি কি যোগ্যতা লাগে?

কার ইন্টারভিউ সবচেয়ে কঠিন?
সবচেয়ে বেশি বেতন দেয় কোন সংস্থা?

নাসা ও ইসরোর সিলেকশন
প্রক্রিয়া দেখলে ভিমরি খাবেন

চন্দ্রযান ৩ সফল হওয়ার পর থেকেই মানুষের মনে মহাকাশ সংক্রান্ত কৌতূহল আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নাসা ও ইসরো কিভাবে তাদের বিজ্ঞানীদের ভাড়া করে। অনেকেই এই প্রশ্নের উত্তর জানতে মরিয়া। আজকের প্রতিবেদনে জানাব, ইসরো ও নাসা কীভাবে তাদের বিজ্ঞানীদের ভাড়া করেন সেই সম্পর্কে।

প্রথমেই জানুন ইসরোতে কাজ করার যোগ্যতাগুলো কি কি-

এক, ইসরোতে আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বি.টেক ডিগ্রি থাকতেই হবে। আবেদনকারীদের ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর ও ফার্স্ট ক্লাস পেতে হবে। সিজিপিএ-র ক্ষেত্রে ৬.৮৪/১০ থাকতে হবে।

দুই, যারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে আবেদন করবেন, তাদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বি.টেক ডিগ্রি প্রাপ্ত হতে হবে। সঙ্গে ৬৫ শতাংশ নম্বর পেতে হবে।

তিন, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আবেদন করবেন তাদেরকেও, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিই বা বি.টেক ডিগ্রি প্রাপ্ত হতে হবে। অবশ্যই ৬৫ শতাংশ নম্বর প্রাপ্ত হতে হবে।

চার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে আবেদনকারীদেরও কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বি.টেক ডিগ্রি প্রাপ্ত হতে হবে। একই সাথে ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে।

পাঁচ, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে আবেদনকারীদেরও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বি.টেক ডিগ্রি প্রাপ্ত হতে হবে। একই সঙ্গে ৬৫ শতাংশ নম্বর পেতে হবে। জানিয়ে রাখি ৬৫ শতাংশ নম্বর অবশ্যই বাধ্যতামূলক।

ছয়, আবেদনকারীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

এবার দেখুন নাসায় কাজের যোগ্যতাগুলো কি কি?

ইসরোর তুলনায় কর্মী সিলেকশনে অনেক বেশি কড়া নাসা। নাসায় আবেদনের জন্য আবেদকারীর শিক্ষাগত যোগ্যতাগুলি হল –

এক, আবেদনকারীকে অবশ্যই সায়েন্সে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে।

দুই, আবেদনকারীকে স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে অবশ্যই Physics, Chemistry, Biology, Mathematics অথবা Computer Science এই বিষয়গুলো নিয়ে পড়তে হবে।

চার, স্নাতক ডিগ্রির পর কোনো সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে কমপক্ষে ২-৩ বছর চাকরির অভিজ্ঞতা অর্জন করতে হবে।

পাঁচ, আবেদনকারী যদি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়ে থাকেন, সেক্ষেত্রে আবেদনকারীকে নাসায় কাজ করার জন্য নিজ দেশের সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে।

নাসায় চাকরির জন্য পড়াশুনোর পাশাপাশি নিম্নলিখিত যোগ্যতা গুলিও থাকতে হবেঃ-

এক, দুর্দান্ত Communication Skills থাকতে হবে।

দুই , ভালো ভাবে Team Work করার ক্যাপাসিটি রাখতে হবে।

তিন, প্রার্থীর মধ্যে কৌতূহল প্রবণতা, নতুন কিছু আবিস্কারের তৃষ্ণা থাকতে হবে।

চার, সাঁতারে পারদর্শী হতে হবে।

পাঁচ, শারিরীক উচ্চতা ৫’২” থেকে ৬’৩” হতে হবে।

ছয় ১০০০ ঘন্টা মহাশূন্যে বা প্লেনে কাটানোর অভিজ্ঞতা থাকতে হবে।

নাসা হোক বা ইসরো এই দুই সংস্থায় কাজের আগে বেশ কিছু চুক্তি স্বাক্ষর করতে হয়। একই সাথে অনেক নিষেধাজ্ঞাও মানতে হয়। নাসার বিজ্ঞানীদের বেতনের অঙ্ক সর্বনিম্ম ৬৬ হাজার থেকে সর্বোচ্ছ ১ লাখ ৪৪ হাজার ডলার। অন্যদিকে ইসরোর বিজ্ঞানীদের বেতন সর্বনিম্ম ২১ হাজার ৭০০ থেকে শুরু করে সর্বোচ্ছ ১ লাখ পর্যন্ত। তবে পদমর্যাদা অনুযায়ী বেতনের অঙ্কের তারতম্য ঘটে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *