দরজায় কড়া নাড়ছে ২০২৪ সালের লোকসভা ভোট। এই মুহূর্তে তারই প্রস্তুতি চলছে তুঙ্গে। ইতিমধ্যেই ‘মোদী হটাতে’ একজোট হয়েছে ২৬টি বিরোধী রাজনৈতিক দল। গঠন করেছে ‘ইন্ডিয়া’ জোট। বেশ কায়দা করেই মোদি সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে ‘ইন্ডিয়া’কেই। অন্যদিকে বিরোধীদের ধরাশায়ী করতে স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেই হুংকার ছেড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই এনডিএ ভার্সেস ইন্ডিয়া উভয়পক্ষের মধ্যেই এখন চলছে ‘কাঁটে কা টাক্কার’।
২৪ -এর নির্বাচনে সকলেরই লক্ষ্য প্রধানমন্ত্রীর গদি। তাই কুর্সি দখলের এই লড়াই নিয়েই এখন তুমুল চর্চা রাজনীতির অলিন্দে। ভোট আসার আগে প্রতিবারের মতো এবারও ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে একের পর এক সমীক্ষার ফলাফল। ইতি পর্বে প্রকাশ্যে আসা একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে দেশজুড়ে এখনও অব্যাহত মোদী ম্যাজিক। তাই দেশবাসী প্রধানমন্ত্রী হিসেবে আবারও দেখতে চান নরেন্দ্র মোদিকেই । কিন্তু নরেন্দ্র মোদি কি এবারও বিজেপির প্রধানমন্ত্রী হতে পারবেন? তা নিয়েই রয়েছে বেশ কিছু প্রশ্ন।
কারণ ২০২৪ সালের পর পরবর্তী লোকসভা ভোট হবে আরও পাঁচ বছর পর। সেই সেই সময় মোদির বয়স হবে ৭৮ বছর। কিন্তু সমস্যাটা হল বিজেপি থেকে ৭৫ বছরের বেশি বয়সী কেউই নির্বাচনে লড়তে পারেন না। তাই প্রশ্ন উঠছে যদি এনডিএ -ই ক্ষমতায় থাকে তাহলে এরপর বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্তরসূরী কে হতে চলেছেন? কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের।
এরইমধ্যে সম্প্রতি প্রকাশ্যে এসেছেন ইন্ডিয়া টুডে-সি ভোটার সমীক্ষা। এই সমীক্ষাতেই উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। মোট ৫৪৩ টি কেন্দ্রের এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ২৫ হাজার ৯৫১ জন মানুষ। এই সমীক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্তরসূরী অর্থাৎ পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছিল দলের তিন প্রধান মুখকে। তাঁরা হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি।
এঁদের মধ্যে বেশিরভাগ মানুষেরই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তাঁকে প্রায় ৩০ শতাংশ মানুষ পছন্দ করেছেন। আর তারপরে দ্বিতীয় স্থানেই রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান ২৬ শতাংশ মানুষ। যা প্রথম স্থান থেকে খুব একটা পিছিয়ে নেই। আর তারপরেই তৃতীয় স্থানে রয়েছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। তাঁকে ১৫ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেছেন।
Leave a Reply