ভারতীয় রেলই একমাত্র গণপরিবহন ব্যবস্থা যার মাধ্যমে প্রতিদিন উপকৃত হচ্ছেনা লক্ষ লক্ষ যাত্রী। প্রতিদিন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলেছে লক্ষ লক্ষ রেলযাত্রী। অসংখ্য স্কুল কিংবা কলেজ পড়ুয়া থেকে শুরু করে চাকুরিজীবীদের মতো অসংখ্য নিত্যযাত্রীরা তো বটেই ভ্রমণপিপাসু পর্যটকরাও পছন্দ করেন ট্রেনে চেপে সফর করতে। এমনকি অনেক অসুস্থ মানুষও এই ট্রেনে চেপেই দূর দুরান্তে চিকিৎসা করাতে যান।
বিগত বেশ কয়েকবছরে অভূতপূর্ব উন্নতি ঘটেছে ভারতীয় রেলের। যাত্রীদের সুবিধার কথা ভেবেই প্রতিনিয়ত রেল পরিষেবা উন্নত করে চলেছে ভারতীয় রেল। বিভিন্ন প্রত্যন্ত এলাকায় রেল নেটওয়ার্ক বাড়ানোর পাশাপাশি নিত্য যাত্রীদের সুবিধার জন্য প্রতিনিয়ত নিত্যনতুন পরিষেবাও আনছে রেল কর্তৃপক্ষ। রেলের নিয়ম অনুযায়ী এতদিন প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি বা শিক্ষার্থীরা ট্রেনের টিকিটে বিশেষ ছাড় পেয়ে এসেছেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না ভারতীয় রেলে রোগীদের জন্যও রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। ভারতীয় রেলের দেওয়া এই বিশেষ উপহার অনুযায়ী রোগীরা এবং ভিন্নভাবে অক্ষম ব্যক্তিরা টিকিটের দামে ৫০% থেকে ১০০% ছাড় পেতে পারেন।
এই বিশেষ সুবিধা শুধু অসুস্থ ব্যক্তিরাই নয় সঙ্গে পাবেন তার সহ যাত্রীরাও। তবে সব রোগী ভারতীয় রেলের পক্ষ থেকে টিকিটের ভাড়ায় ছাড় পাবে না। এক্ষেত্রে শুধুমাত্র বিশেষ কিছু রোগীদের জন্যই ট্রেনের টিকিটের ভাড়ায় ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে। জানা যাচ্ছে ক্যানসারের চিকিৎসা এবং তার চেকআপে যাওয়া রোগী আর তার সহযোগীরা এসি চেয়ার কার, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস ভাড়ায় ৭৫ শতাংশ, স্লিপার ও থ্রি এসি ভাড়ায় ১০০ শতাংশ ছাড়, ১এসি ও ২ এসি ভাড়ায় ৫০ শতাংশ ছাড় পাবেন।
এছাড়া হার্ট সার্জারির জন্য যাওয়া রোগী আর তার সাথে থাকা যাত্রী ২য় শ্রেণি, ১ম শ্রেণী, ৩এসি, এসি চেয়ার কার ও স্লিপার কোচের ভাড়ায় ৭৫% ছাড়, ১এসি ও ২ এসি ভাড়ায় ৫০% ছাড় পান। পাশাপাশি যক্ষ্মা, টুপাস ভালগারিস এবং অসংক্রামক কুষ্ঠ রোগে আক্রান্ত রোগী এবং তার সহযোগী একজন চিকিৎসা কিংবা চেকআপের যাওয়ার জন্য দ্বিতীয় শ্রেণি, প্রথম শ্রেণি এবং স্লিপার ক্লাসের ভাড়ায় ৭৫% ছাড় পাবেন।
একইভাবে এইডস রোগীরা চিকিৎসা বা চেকআপের জন্য গেলে দ্বিতীয় শ্রেণীর টিকিটে ৫০% পর্যন্ত ছাড় পাবেন। আর কিডনি রোগীরা কিডনি ট্রান্সপ্লান্ট বা ডায়ালাইসিসের জন্য গেলে তারা এবং তাদের সহযোগী দ্বিতীয় শ্রেণি, প্রথম শ্রেণি, থ্রি এসি, এসি চেয়ার কার এবং স্লিপার কোচের ভাড়ায় ৭৫% ছাড়, ১ এসি এবং ২ এসি ভাড়ায় ৫০% ছাড় পাবেন।
Leave a Reply