*Head:-“এবারে চাঁদকে করতে হবে হিন্দু রাষ্ট্র
রাজধানী হবে শিবশক্তি”, আজব দাবি হিন্দু ধর্মগুরুর।*
Focus
এবারে চাঁদকে করতে হবে হিন্দু রাষ্ট্র
রাজধানী হবে শিবশক্তি।
চন্দ্রযান-৩ সফল হতেই!
চাঞ্চল্যকর দাবি হিন্দু ধর্মগুরুর।
এবার কি তবে চন্দ্রেও ধর্মের বিভেদ।
জানুন ঠিক কি বললেন এই ধর্মগুরু।
কে এই ধর্মগুরু?
কেনই বা এমন দাবি তার!?
Body:- এই মুহূর্তে সারা দেশ গর্বিত চন্দ্রযান নিয়ে। সাধারণ মানুষ থেকে নেতা – মন্ত্রী সকলেই গর্বিত এই সাফল্যে। সারা বিশ্বেও প্রশংসিত হচ্ছে ইসরোর বিজ্ঞানীরা। নানান মহল থেকে উঠে আসছে ননান মন্তব্য। এরই মধ্যে কেও কেও করছেন নানান অদ্ভুতুড়ে মন্তব্য। এদিন তেমনই এক অদ্ভুত মন্তব্য করলেন এক হিন্দু ধর্মগুরু। নাম স্বামী চক্রপানি মহারাজ। তার দাবি এবারে চাঁদকে করতে হবে হিন্দু রাষ্ট্র। এবং যে স্থানে চন্দ্রযানের সফট ল্যান্ড হয়েছে সেই জায়গাকে করা হবে রাজধানী।
এখানেই থেমে থাকেননি তিনি। তার আরও দাবি। ” শিবশক্তি পয়েন্টকে অমি শিবশক্তি ধাম হিসেবেই দেখছি”। “এই মর্মে আমরা হিন্দু মহাসভা ও সন্ত মহাসভার তরফ থেকে সরকারকে চিঠি লিখছি। যত দ্রুত সম্ভব চাঁদকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করতে হবে ।
এরপরেই এই গুরু আরও এক ধাপ এগিয়ে বলতে শুরু করেন। তার মতে চাঁদে যাতায়াত শুরু হলেই ওই শিবশক্তি পয়েন্টে তিনি যাবেন। এবং সেখানে ভগবান শিব, মা পার্বতী এবং ভগবান গণেশের মন্দির তৈরি করবেন। এই প্রসঙ্গে তিনি সনাতন ধর্মের পুরাণের প্রসঙ্গও টানেন। তার মতে চাঁদের রাজধানী শিবশক্তি পয়েন্ট হবে। কারন “চাঁদ ভগবান শিবের মাথায় বসে। একইভাবে চাঁদের সঙ্গে হিন্দুদের পুরোনো সম্পর্ক রয়েছে। পুরাণে উল্লেখ রয়েছে চাঁদের। তাই এতে হিন্দুদেরই অধিকার জন্মায়”।
তিনি হিন্দু সমাজকে জাগ্রত হবার কথা বলেন। তার মতে ” চাঁদে অন্য কেউ জিহাদ করতে যাবার আগে, সেখানে গিয়ে উগ্র মতাদর্শ ছড়াতে, সন্ত্রাসবাদ ছড়ানোর আগেই ভারতের উচিৎ চাঁদকে হিন্দুরাষ্ট্র হিসেবে গঠন করা”। ” রক্ষা করতে হবে চাঁদের পবিত্রতা ও নিস্কুলতার “।
Leave a Reply