এটিএম

এখনকার ডিজিটাল ইন্ডিয়ার যুগে যেকোনো মানুষের কাছেই ব্যাংকের থেকে এটিএমে টাকা তোলাই বেশি সুবিধাজনক হয়ে উঠেছে।  এটিএম থেকে টাকা তোলার পাশাপাশি টাকা ট্রান্সফার করা এবং অ্যাকাউন্টের অন্যান্য তথ্যও সহজেই জানতে পারা যায়। শুধু তাই নয় সারাদিনে যেকোনো সময়ই এটিএম থেকে টাকা তোলা যায়। বাইরের প্রচন্ড গরম থেকে এটিএম-এ  ঢুকলেই প্রাণটা জুড়িয়ে যায় সকলেরই। তাই এটিএম এ গিয়ে সকলেই লক্ষ্য করে থাকবেন সেখানকার তাপমাত্রা সারাক্ষণ ঠান্ডা থাকে। কারণ প্রত্যেক এটিএম-এই  একটা করে এসি লাগানো থাকে।  যা সারাদিন চলতে থাকে। কিন্তু কখনও ভেবে দেখেছেন এর পিছনে আসলে কি কারণ রয়েছে?

আসলে অন্যান্য মেশিনগুলোর মতোই এটিএমও একটি ইলেকট্রিক মেশিন। তাই প্রতিদিন অর্থাৎ বছরে ৩৬৫ দিনই চালু থাকে এই মেশিন। যার ফলে এই মেশিন থেকে প্রচন্ড তাপ উৎপন্ন হয়। এটিএম মেশিন বেশি গরম হলে ঠিকঠাক পরিষেবা পাওয়া যায় না। এই কারণেই মেশিনগুলিকে ঠাণ্ডা রাখার জন্য এসি চালানো হয়। যাতে সারাদিন মেশিন গুলিকে সচল রাখা যায়।  প্রচন্ড গরমে এটিএম মেশিন পুড়ে পর্যন্ত যেতে পারে।  এটিএম মেশিন মাত্রাতিরিক্ত গরম হয়ে গেলে হতে পারে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনা। তাই এটিএম মেশিনগুলিকে ভালো রাখতে এবং অত্যাধিক গরমের ফলে এই ধরনের বড়সড় দুর্ঘটনা এড়াতেই প্রত্যেকটি এটিএম মেশিনের ঘরে চালু রাখা হয় এসি।

প্রসঙ্গত দিনে দিনে উন্নত হচ্ছে প্রযুক্তি। এই প্রযুক্তির সাহায্যেই এখন বিশেষভাবে তৈরি করা হচ্ছে এটিএম মেশিন গুলি। যার ফলে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি পেলেও বেশ কিছুক্ষণ উচ্চ তাপমাত্রায়ও অনায়াসেই নিজের কাজ চালিয়ে নিয়ে যেতে পারে এই এটিএম মেশিনগুলি। কিন্তু সারাদিনে টাকা তুলতে অসংখ্য মানুষের ভরসা এই এ টি এম। তাই কোনোরকম ঝুঁকি না নিয়েই প্রত্যেকটি  এ টি এম-এর ঘরে এসি লাগানো হয়ে থাকে।  ২০১৫ সালের তথ্য অনুযায়ী গোটা বিশ্বে প্রায় সাড়ে তিন মিলিয়ন এসি রয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *