অমিত শাহ, যোগি না গডকড়ি ! নরেন্দ্র মোদির উত্তরাধিকারী কে? সমীক্ষায় উঠে এল চমকে দেওয়ার মত রিপোর্ট
অমিত শাহ, যোগি না গডকড়ি !
নরেন্দ্র মোদির উত্তরাধিকারী কে?
কে হবেন বিজেপির তরফ
থেকে পরবর্তী প্রধানমন্ত্রী ?
ভারতের মানুষই বা কাকে চান
পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ?
সমীক্ষায় উঠে এল
চমকে দেওয়ার মত রিপোর্ট
সামনেই ২০২৪ এর লোকসভা ভোট। এই নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রস্তুতি তুঙ্গে । ইতিমধ্যেই NDA ও INDIA এই দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলি। কে বসবেন ২৪ এর মসনদে ? তাই নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা। এর আগের সমীক্ষায় উঠে এসেছিল এক তথ্য। সেখানে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিই প্রথম পছন্দ ছিল আমজনতার। কিন্তু এবারের সমীক্ষা ছিল বিজেপির মধ্যেকে হবেন মোদীর উত্তরসূরি।
কারণ ২০২৪ এর পর ফের লোকসভা ভোট হবে পাঁচ বছর পর। সেই সময় মোদির বয়স হবে ৭৮ বছর। কিন্তু বিজেপির থেকে ৭৫ বছরের বেশি বয়সের কেউ নির্বাচনে লড়তে পারেন না। তাই যদি NDA ই ক্ষমতায় থাকে । তাহলে এরপর বিজেপির তরফ থেকে কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী ? তাই নিয়ে ছিল তুমুল আগ্রহ।
আর এই নিয়েই সমীক্ষা চালিয়েছিল ইন্ডিয়া টুডে-সি ভোটার। মোট ৫৪৩টি লোকসভা কেন্দ্রে চালানো হয় এই সমীক্ষা। অংশ নিয়েছিলেন ২৫ হাজার ৯৫১ জন মানুষ। আর এই সমীক্ষাতেই উঠে এল, অবাক করে দেওয়া তথ্য। এই সমীক্ষায় প্রধানত তিন জনকে মনোনীত করা হয়। পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে।
প্রথম:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দ্বিতীয়:- উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তৃতীয়:- কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গডকরি ।
এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ পছন্দ করেছেন অমিত শাহকে। তাকে প্রায় ৩০ শতাংশ মানুষ পছন্দ করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন যোগী আদিত্যনাথ। খুব একটা পিছিয়ে নেই তিনিও। তার পক্ষেও রয়েছেন ২৬ শতাংশ মানুষ। এছাড়াও, নীতিন গডকরিকেও প্রায় ১৫ শতাংশ মানুষ পছন্দ করেন মোদির উত্তরসূরী হিসেবে।এবারে আগামী দিনে প্রধানমন্ত্রী ভবন কার বাসস্থান হয়। তার উত্তর দেবে জনতা।।
Leave a Reply