চন্দ্রযান ৩ অতীত! এবার মহাকাশে যাচ্ছেন এক ভারতীয় মহিলা, কি নাম তার? কবে? কীভাবে যাবেন মহাকাশে?

চন্দ্রযান ৩ অতীত! এবার মহাকাশে যাচ্ছেন এক ভারতীয় মহিলা, কি নাম তার? কবে? কীভাবে যাবেন মহাকাশে?

চন্দ্রযান ৩ অতীত!
এবার মহাকাশে যাচ্ছেন
এক ভারতীয় মহিলা!

সঙ্গী ছাড়াই
একা একা পাড়ি দেবেন মহাকাশে!

কোনও পুরুষ নয়
ইসরোর ভরসা এখন
এই মহিলা নভোচারী!

কি নাম তার?
কবে? কীভাবে যাবেন মহাকাশে?

চন্দ্রযান ৩ কে টেক্কা দেবে ভারতের পরবর্তী মিশন গগনযান। এই মিশনেই থাকছে নতুন চমক। যা চেয়ে দেখবে গোটা বিশ্ব। গগনযান মিশনের হাত ধরে, মহাকাশে মানুষ পাঠাবে ভারত। তাও আবার পুরুষ নয়, একজন মহিলাকে পাঠাবে ইসরো। একেবারে একা পাঠানো হবে তাকে। তবে এই মহিলা কিন্তু কোনও বাস্তবের মানবী নয়। এটি একটি রোবট। গগনযান মিশনে এই রোবট মানবীকে পাঠাবে ভারতীয় মহাকাশ সংস্থা। এই মহিলা রোবটটির নাম ব্যোমমিত্র। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই তথ্যটি সামনে এনেছেন।

এই রোবটটি পাঠানো হবে গগনযান মিশনের ট্রায়াল হিসেবে। গগনযান মিশনের প্রথম ট্রায়ালে এই মহিলা রোবটটিকে পাঠানো হবে না। এটি পাঠানো হবে গগনযান মিশনের দ্বিতীয় ট্রায়ালে। মহিলা রোবট ব্যোমমিত্র পাঠানোর উদ্দেশ্য একটাই মহাকাশের পরিস্থিতি খতিয়ে দেখা। যেহেতু গগনযান মিশনে মহাকাশে মানুষ পাঠানো হবে, তাই মহাকাশে নভোচারীরা আদৌ কতটা সেফ সেই বিষয়ে সুনিশ্চিত হতে সাহায্য করবে এই মহিলা রোবট। মূল কথা, গগনযান মিশনটিকে সাফল্যমণ্ডিত করা এই রোবটের মূল লখ্য। প্রথম ধাপে মহাকাশযান পাঠিয়ে, দ্বিতীয় ধাপে রোবট পাঠিয়ে , তৃতীয় ধাপে মানুষ পাঠিয়ে এই মিশন সফল করার পরিকল্পনা রয়েছে ইসরো আধিকারিকদের।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন,

‘মহাকাশে মানুষ পাঠানো হলে, তাঁরা যেভাবে আচরণ করতেন ব্যোমমিত্র নামে রোবটটিও ঠিক তাই তাই করবে। যদি সব কিছু ঠিক ঠাক থাকে তবে আমরা এরপর গগনযানে মহাকাশে মানুষ পাঠাব।’

তিনি আরও বলেন-

‘করোনা অতিমারির কারণে গগনযান মিশন অনেকটাই পিছিয়ে গিয়েছিল। তবে এবার আমরা প্রথম ট্রায়াল মিশন শুরু করব। অক্টোবর মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহেই এই ট্রায়াল হবে। গগনযানে পাঠানো নভোশ্চরদের ফিরিয়ে আনাও ততটাই গুরুত্বপূর্ণ। ফলে এই ট্রায়াল রান অত্যন্ত প্রয়োজনীয়।’


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *