লোকসভা ভোটে দিদিকে চাইছে কারা?

বাংলার কত শতাংশ মানুষ মমতা ব্যানার্জিকে পছন্দ করেন? লোকসভা ভোটে দিদিকে চাইছে কারা? প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর রিপোর্ট

বাংলার কত শতাংশ মানুষ
মমতা ব্যানার্জিকে পছন্দ করেন?
বাংলায় কতটা জনপ্রিয় তিনি?

লোকসভা ভোটে দিদিকে
চাইছেন কারা?

এই প্রথমবার প্রকাশ্যে এলো
চাঞ্চল্যকর রিপোর্ট!

প্রমাণ হয়ে গেল
পশ্চিমবঙ্গে মমতার অবস্থান!

হাতে সময় অল্প, ক্রমশ এগিয়ে আসছে লোকসভার ভোট। কে জিতবে লোকসভায় এই নিয়েই টান টান উন্মাদনা জনগণের মনে। লোকসভার ভোটে লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে সেই নিয়ে সন্দেহ নেই। এনডিএ ভার্সাস ইন্ডিয়া! কার দখলে যাবে দিল্লীর শাসনভার! গোটা দেশ অপেক্ষায় আছে সেই মাহেন্দ্রক্ষণের! তবে ভোট যেহেতু এখনও দেরী, তাই কে জিতবে সেই উত্তর ভবিষ্যতের খাতায়। তবে এই সবের মাঝেই উত্তেজনা বেড়েছে পশ্চিমবঙ্গে। কারণ বিরোধী জোট হিসেবে আত্মপ্রকাশ করা ‘ইন্ডিয়া’র অন্যতম জনপ্রিয় মুখ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই লোকসভার ভোটকে কেন্দ্র করে বাংলার মানুষের কৌতূহল তুঙ্গে। রাজ্যের মানুষের কাছে মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কতটা, লোকসভার ভোটে মুখ্যমন্ত্রীকে কীভাবে দেখছেন রাজ্যের মানুষ সেই রিপোর্ট সামনে নিয়ে এলো ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের সমীক্ষা। যেখানে উঠে এসেছে রাজ্যের মানুষের কাছে মুখ্যমন্ত্রী কতটা জনপ্রিয়তা পেয়েছে সেই তথ্য। সমীক্ষার রিপোর্ট দেখলে চমকে উঠবেন। এক নজরে দেখুন সেই সমীক্ষা রিপোর্ট –

পশ্চিমবঙ্গের মানুষের কাছে পছন্দের মুখ্যমন্ত্রী হিসেবে সবার প্রথমে ঠাঁই পেয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বাংলার মানুষের মতে, আদর্শ মুখ্যমন্ত্রী হিসেবে নবীন পট্টনায়ক অন্যতম। নবীন পট্টনায়কের জনপ্রিয়তা ৬১.৩ শতাংশ।

বাংলার মানুষের কাছে দ্বিতীয় পছন্দ, ছত্রিশগড়ের ভূপেশ বাঘেল। তার জনপ্রিয়তা ৫৯.১%।

তৃতীয় স্থানে রয়েছেন দিল্লির অরবিন্দ কেজরিওয়াল। তার জনপ্রিয়তা ৫৮.৭ %।

চতুর্থ স্থানে রয়েছেন গুজরাটের ভূপেন্দ্রভাই পটেল। জনপ্রিয়তার নিরিখে তিনি পাচ্ছেন ৫৩.৩%।

পঞ্চম স্থানে অসমের হিমন্ত বিশ্বশর্মা। তার জনপ্রিয়তা ৪৯.২%।

অর্থাৎ রাজ্যবাসীর পছন্দের তালিকায় প্রথম পাঁচে নেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের রাজ্যের মানুষের কাছে খুব একটা জনপ্রিয়তা পেলেন না । এখানেই প্রশ্ন উঠছে তবে কি রাজ্যবাসীর কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছেন মুখ্যমন্ত্রী? এর ফল কি হবে সেই উত্তর আপাতত লোকসভার ভোটের খাতায়!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *