বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন রাজন্যা হালদার! ফাঁস হল অগ্নিকন্যার চাঞ্চল্যকর স্ক্রিনশট
বিজেপিতে যোগ দিতে
চেয়েছিলেন রাজন্যা হালদার!
তৃণমূল জেতায় খুশি ছিলেন না!
দলবদলের চেষ্টা করেছিলেন!
ফাঁস হল অগ্নিকন্যার
চাঞ্চল্যকর স্ক্রিনশট!
২১ জুলাইয়ের মঞ্চে ভাষণ দেওয়ার পর থেকেই লাইম লাইটে রাজন্যা হালদার। রাতারাতি সেলিব্রেটি দিদি হয়ে উঠেছেন। সেলিব্রেটি হওয়ার পর থেকেই যেন বিতর্ক তার পিছু ছাড়ছে না। কিছুদিন আগেই ভাইরাল হয়ে যায় রাজন্যার একটি নাচের ভিডিও। সেই নিয়ে ওঠে বিতর্কের ঝড়। এবার রাজন্যাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে আরও বড় বিতর্ক। যা নিয়ে রীতিমত শোরগোল পড়েছে রাজ্য রাজনীতির অন্দর মহলে। ঘটনার সূত্রপাত একটি হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে। দাবি করা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ চ্যাটটি রাজন্যার। চ্যাটটি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে।
লাল সৈনিক নামে একটি ফেসবুক পেজ এই হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এনেছে। যাদের দাবি, এই হোয়াটসঅ্যাপ চ্যাটটি করেছে রাজন্যা। চ্যাটে দেখা যাচ্ছে, রাজন্যা হালদার, ‘মুকুল জেঠু’ নামে কারো সঙ্গে চ্যাট করেছেন। সামাজিক মাধ্যমে দাবি উঠছে এই মুকুল জেঠু আর কেউ নয়, ইনি হলেন মুকুল রায়। ২০২১ সালের ১৪ এপ্রিল রাজন্যা ও মুকুল জেঠুর মধ্যে এই কথোপকথন হয়। ভাইরাল হওয়া চ্যাটে দেখা যায়, প্রথমে নিজেদের খবরা-খবর নেয় দুজনে। এরপর বিজেপির প্রসঙ্গে কথা বলা শুরু করে। মুকুল জেঠু পরিচয়ধারী ওই ব্যক্তি রাজন্যা হালদারের এলাকায় বিজেপি কেমন ফলাফল করবে জানতে চান। উত্তরে রাজন্যা জানান তাদের এলাকায় অল্প মার্জিনে হলেও বিজেপি বেরিয়ে যাবে। এরপরই মুলুল জেঠু, রাজন্যা হালদার জিজ্ঞেস করেন তিনি কি করবেন? এর পর আরও কিছুক্ষণ কথাবার্তা চলে, কথোপকথনের মাঝেই বিজেপিতে যোগদানের জন্য রাজি হয়ে যান রাজন্যা। চ্যাটে দেখা যায়, রাজন্যা কৃষ্ণনগরে বিজেপিতে যোগ দেবেন বলেও জানান। ব্যসা এই চ্যাট ভাইরাল হতেই হৈচৈ নেট পাড়ায়। চারিদিকে রাজন্যাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। এই হোয়াটসঅ্যাপ চ্যাটের সত্যতা যাচাই করেননি বাংলা হান্ট। এই বিষয়ে রাজন্যাকে জিজ্ঞাসা করা হলে, বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না বলেই সাফ জানান তিনি।
Leave a Reply