জানেন ইসরোর বিজ্ঞানীরা কত টাকা বেতন পান? ইসরোর বিজ্ঞানীদের মাসিক বেতন লজ্জায় ফেলবে সরকারি কর্মীদের

জানেন ইসরোর বিজ্ঞানীরা কত টাকা বেতন পান? ইসরোর বিজ্ঞানীদের মাসিক বেতন লজ্জায় ফেলবে আদানি, আম্বানিকেও

জানেন ইসরোর বিজ্ঞানীরা
কত টাকা বেতন পান?

সবচেয়ে বেশি মাইনে
দেওয়া হয় কাকে?

দিন রাত খেটে
ওদের পকেটে কত টাকা ঢোকে?

ইসরোর বিজ্ঞানীদের
মাসিক বেতন লজ্জায় ফেলবে
আদানি, আম্বানিকেও!

বেতনের সাথে অনেক সুযোগ সুবিধাও পান!
সেগুলো কি কি জানেন?

সফলভাবে চাঁদের মাটিতে পা রেখেছে চন্দ্রযান ৩। বিশ্বের প্রথম দেশ হিসেবের চাঁদের দক্ষিণ মেরুতে রাজ করছে ভারত। ভারতের হাতে চাঁদ তুলে দেওয়ার নেপথ্যে রয়েছে ইসরোর মহান মহান বিজ্ঞানীরা। যাদের দৌলতে ভারত আজ জগৎসভায় শ্রেষ্ঠ। চন্দ্রযান ৩ কে সফলতার মুখ দেখাতে দুচোখের পাতা এক করেননি তারা। অনেকের মনেই কৌতূহল ইসরোর এই বিজ্ঞানীদের পারিশ্রমিক কত? এত সময় ও পরিশ্রম দিয়ে এরা কত টাকা পান? এদের পকেটে কত টাকা ঢোকে?

এক নজরে দেখুন ইসরোর বিজ্ঞানীদের মাইনের পরিমাণ-

যারা প্রধান টেকনিশিয়ান তাদের বেতন – ৩ লক্ষ ২১ হাজার ৭০০ – ৬৯ হাজার ১০০

সহকারী টেকনিশিয়ান – ৭ লক্ষ ৪৪ হাজার ৯০০- ১ লক্ষ ৪২ হাজার ৪০০

বৈজ্ঞানিক সহকারী টেকনিশিয়ান- ৭ লক্ষ ৪৪ হাজার ৯০০- ১ লক্ষ ৪২ হাজার ৪০০

সহকারী টেকনিশিয়ান সাউন্ড রেকর্ডিং – ৭ লক্ষ ৪৪ হাজার ৯০০ – ১ লক্ষ ৪২ হাজার ৪০০

মিডিয়া লাইব্রেরি সহকারী- ৭ লক্ষ ৪৪ হাজার ৯০০ – ১ লক্ষ ৪২ হাজার ৪০০

বৈজ্ঞানিক সহকারী মাল্টিমিডিয়া – ৭ লক্ষ ৪৪ হাজার ৯০০ – ১ লক্ষ ৪২ হাজার ৪০০

অফিসার এসসি- ১০ লক্ষ ৫৬ হাজার ১০০ – ১ লক্ষ ৭৭ হাজার ৫০০

সবচেয়ে বেশি বেতন পান সিনিয়র বিজ্ঞানীরা। ইসরোতে বিজ্ঞানীদের আরও অনেক পদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী বেতনের তারতম্য হয়। কাজের ধরন ও মান অনুযায়ী পদোন্নতি হয়। বেতনের সাথে সাথে ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাও রয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *