জাতীয় পুরস্কার

দেশজুড়ে এখন রয়েছে খুশির হাওয়া। সদ্য ভারতের তৃতীয় চন্দ্রজান চাঁদের মাটিতে পা রেখে তৈরী করেছে নতুন ইতিহাস।। এরই মধ্যে ২৪ তারিখ বৃহস্পতিবার ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করল কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক। এবছর যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং কৃতি শ্যানন। ‘গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ী’র জন্য আলিয়া আর ‘মিমি’ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন কৃতি। অন্যদিকে বলিউড সুপারস্টার দের টেক্কা দিয়ে এবছর  চলল ‘পুষ্পা রাজ’।  কারণ ‘পুষ্পা দ্য  রাইস’-এর জন্য এ বছর সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন। তাই বোঝাই যাচ্ছে এবছর শুরু থেকেই  বলিউড বনাম দক্ষিণের লড়াই ছিল হাড্ডাহাড্ডি । কিন্তু বলিউডে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা একবার নয় এই জাতীয় পুরস্কার জিতেছেন একাধিকবার। এই তালিকায় অমিতাভ বচ্চনকেও ছাপিয়ে গিয়েছেন এই অভিনেত্রী।  আসুন জেনে নেওয়া যাক সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের নাম।

অমিতাভ বচ্চন: সেরা অভিনেতা হিসাবে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন  ৪ বার জাতীয় পুরস্কার পেয়েছেন। অগ্নিপথ, ব্ল্যাক, পা এবং পিকু সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছিলেন বিগ বি ।

মিঠুন চক্রবর্তী:  মৃত্যু, তকদীর কথা এবং স্বামী বিবেকানন্দ সিনেমার জন্য তিন-তিনবার শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী।

নাসিরুদ্দিন শাহ:  ইকবাল, পার এবং স্পর্শ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসাবে মোট  তিনবার  জাতীয় পুরস্কার পেয়েছিলেন নাসিরুদ্দিন শাহ।

নানা পাটেকর:  সেরা অভিনেতা হিসাবে তিনবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন নানা পাটেকর। তাঁর অভিনীত এই বিখ্যাত সিনেমা গুলি হল -পারিন্দা, অগ্নিসাক্ষী এবং ক্রান্তিবীর।

শাবানা আজমি: তিনিই হলেন সেই অভিনেত্রী যাঁর ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশী সংখ্যক জাতীয় পুরস্কার। ৫ বার জাতীয় পুরস্কার পেয়ে এই রেকর্ড তৈরি করেছেন শাবানা আজমি। তাঁর অভিনীত এই জনপ্রিয় সিনেমা গুলি হল অর্থ, অঙ্কুর, কান্দাহার, পার এবং গড মাদার।

অজয় দেবগন: জখম, দ্য লিজেন্ড অফ ভগত সিং এবং তানহাজি এই তিনটি ছবির জন্য সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছেন অজয় দেবগন।

কঙ্গনা রানাওয়াত:  বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ঝুলিতেও একাধিকবার উঠেছে এই জাতীয় পুরস্কার। কুইন, তনু ওয়েডস মনু রিটার্নস এবং মণিকর্ণিকা-র মতো সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়াও ফ্যাশন সিনেমার  জন্য সহ-অভিনেত্রী পুরস্কার পেয়েছেন তিনি।

কমল হাসান: মুনরাম পিরাই, নায়কান এবং ইন্ডিয়ান সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছেন কমল হাসান।

পঙ্কজ কাপুর:  তিনবার শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছিলেন পঙ্কজ কাপুর। সিনেমাগুলি হল মকবুল, এক ডাক্তার এবং রাখ।

টাবু: মাচ্ছিস এবং চাঁদনী বার সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার জিতেছেন টাবু ।

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *