নাম দিয়েই যায় চেনা! এই কথাটিকে জীবনের মূল মন্ত্র করে নিয়েছেন বলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় সেলিব্রেটি। যাঁরা গোটা দুনিয়ায় বিখ্যাত শুধুমাত্র তাঁদের নামের জন্যই। স্বেচ্ছায় নিজের নামের পাশ থেকে পদবীটা ছেঁটে শুধুমাত্র নামেই জনপ্রিয় হয়েছেন বলিউডের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। তাই অন্যান্য তারকারা যখন খান,কাপুর কিংবা বচ্চন পদবীর মোহ ছাড়তে পারেন না, তখন বলিপাড়ার এই তারকারা কিন্তু পদবীর থেকে অনেক বেশি জোর দেন নিজের নামের ওপরেই। এভাবেই পদবীর থেকে নামটাই অনেক বড় হয়ে ওঠে তাঁদের জীবনে। বলিউডে চূড়ান্ত সফল এই তারকাদের জীবনে সাফল্য পেতে আজ পর্যন্ত কোনো পদবীর প্রয়োজন হয়নি। দেখে নেওয়া যাক বলিউডের এই সেলিব্রিটি অভিনেতা-অভিনেত্রীদের তালিকা।
রেখা: বলিউডের সুন্দরী অভিনেত্রী তো অনেকেই রয়েছেন। তবে বয়স প্রায় সত্তরের কোটায় পৌঁছালেও আজও রেখাজির ধারেকাছে নেই কেউ। বয়স আজও ছুঁতে পারেনি বলিউডের এই এজলাস বিউটিকে। তাই সত্যিই আজও বয়স তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। এহেন সুন্দরী অভিনেত্রী বরাবরই ইন্ডাস্ট্রিতে পরিচিত হয়েছেন তাঁর নিজের নামেই। তাই আজ পর্যন্ত তিনি তাঁর নামের সাথে কোন উপাধি ব্যবহার করেননি। জানা যায় অভিনেত্রীর পুরো নাম ভানু রেখা গনেশান। এই নাম ছেঁটেই তিনি পরিচিত হয়েছেন রেখা নামে।
কাজল: বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। ১৯৯২ সালে মাত্র ১৬ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে প্রথম অভিনয় কেরিয়ার শুরু হয়েছিল তাঁর। তিনিও প্রথম থেকেই কোনো উপাধি ছাড়াই প্রবেশ করেছিলেন ইন্ডাস্ট্রিতে। বিয়ের আগে কাজলের নামের পাশে জুড়তো মুখার্জি পদবী। তবে আদতে বাঙালি এই অভিনেত্রী বলিউড অভিনেতা অজয় দেবগনকে বিয়ের পর হয়ে যান কাজল দেবগন। যদিও নিজের নামের পাশে আজ পর্যন্ত কখনও তার নিজের কোনো পদবি ব্যবহার করতে দেখা যায়নি তাঁকে। তবে অভিনেত্রীর পুরো নাম কাজল মুখার্জি দেবগন।
টাবু: হিন্দি সিনেমা জগতের আরও একজন সুন্দরী অভিনেত্রী হলেন টাবু। নিজের নামের পাশে আজও কোনো পদবি ব্যবহার করতে দেখা যায় না তাঁকে। তাই অনেকেই হয়তো জানেন না এই অভিনেত্রী পুরো নাম তাবাসসুম হাশমি। সিনেমায় আসার আগে তিনি নাকি নিজের ইচ্ছাতেই নাম পরিবর্তন করে টাবু রেখেছিলেন।
বৈজয়ন্তীমালা: তালিকায় রয়েছেন ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেত্রী বৈজয়ন্তীমালাও। জানা যায় তাঁর পুরো নাম বৈজয়ন্তীমালা রমন। ইন্ডাস্ট্রিতে আসার আগে এই বড় নামটিই ছোট করতে চেয়েছিলেন তিনি। তাই নিজের ছাড়া ব্যবহার করতেন শুধুমাত্র নামটুকুই।
ধর্মেন্দ্র: তবে শুধু বলিউড অভিনেত্রীরাই নন তালিকায় রয়েছেন বলিউড অভিনেতারাও। নিজের নামেই পরিচিত এমন একজন অভিনেতা হলেন বলিউডের সুপারস্টার তথা প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। দর্শকদের কাছে তিনি এই নামে পরিচিত হলেও তাঁর আসল নাম ধর্মেন্দ্র সিংদেওয়াল।
গোবিন্দা: তালিকায় রয়েছেন বলিউডের কমেডি কিং গোবিন্দাও। জানা যায় গোবিন্দার পুরো নাম গোবিন্দ অর্জুন আহুজা। যদিও তাঁকে গোটা দুনিয়া শুধুমাত্র গোবিন্দ নামেই চেনে।
Leave a Reply