ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি এবং তাঁর পরিবারকে চেনে গোটা দুনিয়া। প্রতিনিয়ত বিশ্বের প্রথম সারির কোটিপতিদের সাথে চলে তাঁর কড়া টক্কর। বিরাট সম্পত্তির মালিক মুকেশ আম্বানি বরাবরই তাঁর বিলাসবহুল জীবন যাপনের জন্যই বিশ্ববিখ্যাত। এই আম্বানি পরিবারের রাজকীয় জীবনের কথা অজানা নয় কারও কাছেই। ফোর্বসের দেওয়া তথ্য অনুযায়ী মুকেশ আম্বানি হলেন বিশ্বের অষ্টম ধনী ব্যক্তি। দেশের অর্থনীতি শক্তিশালী করতে ভারতের এই কোটিপতির অবদান রয়েছে গুরুত্বপূর্ণ। তাই তাঁর নিরাপত্তা নিরাপত্তা যে কড়া হবে সেটাই স্বাভাবিক। এছাড়া বিখ্যাত ব্যক্তিদের শত্রুর অভাব নেই। মাঝে মধ্যেই প্রাণনাশের হুমকিও পেয়ে থাকেন তাঁরা। মুকেশ আম্বানির সাথেও অতীতে এমন ঘটনা ঘটেছে। ২০২২ সালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ভারতীয় ধনকুবেরের বাড়ির ল্যান্ড লাইনে ফোন করে নাশকতার হুমকি দিয়েছিল। পরে যদিও পুলিশের সাহায্য নিয়ে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
চলতি বছরেই কেন্দ্রীয় সরকারের তরফে আম্বানি পরিবারকে দেওয়া হয়েছে দেশের সর্বোচ্চ নিরাপত্তা। কেন্দ্রীয় সরকারের দেওয়া এই জেড প্লাস নিরাপত্তার জন্য মুকেশ আম্বানিকে দিতে হয় ৩৩ লক্ষ টাকা। আম্বানিরা এই নিরাপত্তা শুধুমাত্র নিজের দেশেই নয় পেয়ে থাকেন বিদেশেও। কেন্দ্রীয় সরকারের দেওয়া জেড প্লাস নিরাপত্তার অধীনে মুকেশ আম্বানি সহ তার গোটা পরিবারের সদস্যরা দশজনের বেশি এনএসডি কমান্ডো এবং পুলিশকর্মী সহ ৫৫ জন কর্মীর সুরক্ষা পান। এছাড়াও আম্বানি পরিবারের রয়েছে প্রাইভেট সিকিউরিটি ব্যবস্থা। যা অত্যন্ত হাইটেক। আম্বানি পরিবারের কোন সদস্য বাইরে গেলে তাদের পরিবারের গাড়ির কনভয় থাকে একাধিক বুলেটপ্রুফ গাড়ি। তাঁদের নিরাপত্তায় রয়েছে একাধিক স্তর, যেমন কমান্ডো, সিআরপিএফ, পুলিশ এবং তার সাথে তাঁদের ব্যক্তিগত রক্ষী।
তবে জানলে অবাক হবেন আম্বানিদের নিরাপত্তার জন্য তাঁদের নিরাপত্তা রক্ষীদের কাছে যে বন্দুক থাকে তা পৃথিবী বিখ্যাত। এই বন্দুকে থাকে একাধিক ফিচার। জানা যায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই নিরাপত্তা রক্ষীদের কাছে থাকে জার্মানিতে তৈরি হেকলার অ্যান্ড কোচ MP5 সাব-মেশিনগান। এটি এমন একটি বন্দুক যা এক মিনিটে ৮০০ রাউন্ড ফায়ার করতে পারে। এটি এমন একটি বন্দুক যা এক মিনিটের মধ্যে ৮০০ রাউন্ড গুলি করতে পারে। ১৯৬০ সালে তৈরি এই বন্দুকটি এখন বিশ্বের ৭০ টি বেশি দেশের নিরাপত্তা কর্মীরা ব্যবহার করেন। সারা বিশ্বে এই বন্দুকের শতাধিক ডিজাইন রয়েছে। ২.৫৪ কেজি ওজনের এই বন্দুকের দৈর্ঘ্য মাত্র ২৭ ইঞ্চি। এই বন্দুক থেকে ছোঁড়া গুলি ২৫ সেকেন্ডে ৪০০ মিটার বেগে এগিয়ে যায় লক্ষ্যের দিকে। অর্থাৎ ট্রিগারে চাপ দিলেই গল্প শেষ।
Leave a Reply