চন্দ্রযান ৩ এর সাথে জড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম! চন্দ্রযান ৩ এর পিছনে কাজ করা এক বিজ্ঞানী, যাদবপুরের প্রাক্তনী
চন্দ্রযান ৩ এর সাথে
জড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম!
চন্দ্রযান ৩ এর পিছনে
কাজ করা এক বিজ্ঞানী
যাদবপুরের প্রাক্তনী!
যাদবপুর মানেই র্যাগিং নয়!
যাদবপুর মানেই কলঙ্ক নয়!
প্রমাণ করলেন
যাদবপুরের ওই প্রাক্তন পড়ুয়া!
কি নাম ওই পড়ুয়ার?
চন্দ্রযান ৩ এ তার কি ভূমিকা?
চন্দ্রযান ৩ এর নেপথ্যে উঠে এলো যাদবপুরের এক প্রাক্তনীর ভূমিকা। সম্প্রতি সংবাদ মাধ্যমে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়েরই এক পড়ুয়ার রহস্যজনক পরলোকগমককে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। শোরগোল পড়েছে চারিদিকে। একদিকে যখন এক পড়ুয়ার মর্মান্তিক কাণ্ডে কলঙ্ক লেগেছে যাদবপুরের গায়ে, তখন অন্যদিকে আরেক পড়ুয়ার হাত ধরে মুখ উজ্জ্বল যাদবপুরের। যাদবপুরের ওই পড়ুয়া আজ ইসরোর পদস্থ বিজ্ঞানী। চন্দ্রযান ৩ সাফল্যে সরাসরি ভূমিকা পালন করেছেন তিনি। তার হাত ধরেই উজ্জ্বল যাদবপুরের নাম, বাংলার নাম।
যাদবপুরের এই প্রাক্তনীর নাম কৃষানু নন্দী। রাঢ়বঙ্গের সন্তান। পেশায় ইসরোর বিজ্ঞানী। চন্দ্রযান ৩ মিশনের গুরুত্বপূর্ণ সদস্য। চন্দ্রযান ৩ কে নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কৃষাণুর। এই বঙ্গসন্তানের হাতেই নিয়ন্ত্রিত হচ্ছে চন্দ্রযান ৩ এর চাকা। চন্দ্রযান ৩ থেকে বিক্রম ও প্রজ্ঞানকে সফলভাবে বের করতে অবদান রেখেছে কৃষাণু। বাঁকুড়াতেই সম্পন্ন করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। এরপর বি টেক এর জন্য কলকাতায়। পরবর্তীতে এম টেক যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। এরপরই সরাসরি যোগদান ইসরোয়। যাদবপুরের প্রাক্তনী হয়ে এই স্বীকৃতি নতুন মাত্রা যোগ করেছে। উচ্চমানের শিক্ষাপ্রতিষ্ঠান যাদবপুর বহু কৃতি ছাত্রের জন্ম দিয়েছে। সম্প্রতি যাদবপুরে পড়ুয়ার মর্মান্তিক কাণ্ডে একের পর এক অভিযোগে বিদ্ধ হয় যাদবপুর। তবে এদিন কৃষানু প্রমান করলেন, যাদবপুর শুধুই বেআইনি কাজের আতুর ঘর নয়। এখানে আজও রয়েছে বিশ্বমানের কৃতীরা।
Leave a Reply