চন্দ্রযান ৩ সফল হতেই চটে লাল দেবাংশু! ইসরোকে বেতন দেয় না নির্লজ্জ কেন্দ্র সরকার, মোদীকে তুলোধুনা টিএমসি যুবনেতার

চন্দ্রযান ৩ সফল হতেই চটে লাল দেবাংশু! ইসরোকে বেতন দেয় না নির্লজ্জ কেন্দ্র সরকার, মোদীকে তুলোধুনা টিএমসি যুবনেতার

চন্দ্রযান ৩ সফল হতেই
চটে লাল দেবাংশু!
উগড়ে দিলেন ক্ষোভ!

নরেন্দ্র মোদী আস্ত বড় ফুটেজখোর!
প্রশংসা কুড়াতে ওস্তাদ!

ইসরোকে বেতন দেয় না
নির্লজ্জ কেন্দ্র সরকার!

প্রধানমন্ত্রীকে চরম তুলোধুনা
টিমএমসি যুবনেতার!

তবে কি চন্দ্রযান ৩ এর সাফল্যে
খুশি নন যুবনেতা?

চাঁদের দেশে চন্দ্রযান ৩। সত্যি হল ১৪০ কোটি ভারতীয়র স্বপ্ন। উচ্ছসিত গোটা দেশ। শুভেচ্ছায় ভাসছে ইসরোর বিজ্ঞানীরা। সঙ্গে প্রশংসা কুড়োচ্ছেন প্রধানমন্ত্রী মোদীও। বিজ্ঞানীদের সাথে সাথে সারা দেশেই জয় জয়কার মোদীর নামে। এতেই বেজায় চটলেন দেবাংশু ভট্টাচার্য। একেবারে ক্ষেপে লাল। তার মুখে মোদীর জয়গান তো দূর, উল্টে মোদীকে ক্রেডিট চোর বলে সম্বোধন করেছেন। একেবারে সরাসরি বলে বসলেন, ভারতের প্রধানমন্ত্রী নাকি প্রশংসা চুরি করতে ওস্তাদ! ঘটনার সূত্রপাত চন্দ্রযান ৩ এর ল্যান্ডিং এর দিন। সেদিন ব্রিকস সম্মেলনের উদ্দেশ্যে দক্ষিন আফ্রিকায় থাকায়, সেখান থেকেই ইসরোতে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। সেদিন চন্দ্রযান ৩ ল্যান্ডিং হওয়ার পর পর, টিভির পর্দায় যেমন চন্দ্রজয়ের মাহেন্দ্রক্ষণ ফুটে ওঠে, একই সাথে টিভির পর্দা জুড়ে দেখা যায় মোদীর মুখ। চন্দ্রযান ৩ এর সাথে সাথেই সারা দেশের টিভির পর্দায় ভেসে ওঠে মোদী আর মোদী। এই নিয়েই ক্ষোভে ফুঁসছেন দেবাংশু।

দেবাংশু নিজের ফেসবুকে লেখেন,

‘ সত্যি সত্যি বিরক্তিকর ফুটেজখোড় লোক। লোকটার মুখ দেখতে বাধ্য করা হল ওমন একটা উত্তেজনার সময়।। শেষ ১০০ মিটারে পর থেকে কাউন্টডাউন আর দেখাই গেল না । গোটা স্ক্রিন জুড়ে তার বদন!। এই মুহুর্তে দেশ বিজ্ঞানীদের শুনতে চাইছিল। গোটা অফিসের সেলিব্রেশন দেখতে চাইছিল। কিন্তু এখানেও তার ফুটেজ প্রয়োজন।’

এখানেই থেমে থাকেননি কটূক্তির মাত্রা বাড়িয়ে আরও বলেন-

” ইনিই সেই ব্যাক্তি যে ইসরোর বিজ্ঞানীদের টাকা দিতে পারেন না। কিন্তু ফুটেজ খেতে পারেন। এরকম নির্লজ্জ খুব কম দেখেছি। এ ছাড়াও সে বলে। সুযোগ পেলে তিনি হয়ত চন্দ্রযানেও চড়তে যেতেন। তারপর চাঁদ থেকে হয়ত আচ্ছে দিন দেখতে পাবেন।’


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *