চাঁদের পর ইসরোর দখলে আসছে সূর্য! মহাকাশে পাঠাবে মানুষ, সামনে এলো ইসরোর দুর্ধর্ষ ৩টি হাড়হিম করা মিশনের প্ল্যান
চাঁদের পর আরও বড় টার্গেট
ভারতীয় বিজ্ঞানীদের!
যা হতে চলেছে
সবচেয়ে বেশি ভয়ংকর!
এবার ইসরোর দখলে আসছে সূর্য!
গনগনে উত্তপ্ত সূর্যের মাটিতে
পা রাখবে ভারত!
টগবগে জ্বলন্ত লাভায়
গবেষণা চালাবে ইণ্ডিয়া!
মহাকাশে
পাঠাবে জলজ্যান্ত জীবিত মানুষ!
চন্দ্রযান ৩ এর পরেই
চূড়ান্ত পরবর্তী নিশানা!
এবার কোন কোন রহস্যের খোঁজে
পাড়ি দিতে চলেছে ভারত?
সামনে এলো ইসরোর
দুর্ধর্ষ ৩টি হাড়হিম করা মিশনের প্ল্যান!
চন্দ্রযান ৩ সফল হতে না হতেই নতুন মিশনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ল ইসরো। একটু দম ফেলার সময় দেয়নি নিজেদের। হাত পা গুটিয়ে বসে থাকেনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। চন্দ্রযান ৩ কে চাঁদে পাঠানোর পর পর সামনে নিয়ে এলো একগুচ্ছ বড় বড় মিশনের পরিকল্পনা। সবচেয়ে অবাক করা ব্যপার এই মিশনগুলো নিয়ে ইসরো ইতিমধ্যেই পরিকল্পনা ও ছকও কষে ফেলেছে। আর ভারতের পরবর্তী যে মিশনগুলোর কথা বলব শুনলে ঘুম ছুটবে। প্রত্যেকটি মিশনই বিশাল বড় বড়। আপনি কল্পনা করেননি হয়ত এখানেই ভারত মিশন চালাবে। চাঁদের পর এবার ইসরোর টার্গেটে রয়েছে সূর্য, গগনযান ও শুক্র। ইতিমধ্যেই তলে তলে প্রস্তুতি শুরু হয়েছে। এক নজরে দেখুন পরবর্তী মিশনগুলোর পরিকল্পনা-
এক, মিশন সূর্য-
ভারতের চন্দ্র জয় সম্পূর্ণ হয়ে গিয়েছে। তাই বলে কি স্বপ্ন শেষ? একেবারেই নাহ। চাঁদের পর ভারতের নিশানায় এবার সূর্য। ISRO এবার জোর কদমে সূর্য জয়ের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই গবেষণা শুরু করেছে। সূর্যে পাঠানোর জন্য মহাকাশ যানও প্রস্তুত, নাম আদিত্য এল-১। এই মহাকাশ যানের সাহায্যে সূর্য সম্পর্কে অবিরাম গবেষণা করা হবে। নতুন নতুন তথ্য বার করে আনা হবে।
দুই, মিশন গগনযান-
এই মিশনের লক্ষ্যই হল মহাকাশে মানুষ পাঠানো। প্রথমে এটি ২০২২ সালের দিকে হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে এই মিশন ২০২৫ সালে হবে বলে জানা গিয়েছে। তবে এই মিশনের আগে, দুটি পরীক্ষা চালানো হবে। পরীক্ষা সফল হলে তবেই চূড়ান্ত মিশনের হাঁটবে ইসরো। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই পরীক্ষা চালানো হবে।
তিন, মিশন শুক্র-
সূর্য আর মহাকাশেই থেমে নেই আমাদের ভারত। এর পাশপাশি ভারতের নজর রয়েছে শুক্রের উপরে। ২০২৪ সালে শুরু হবে ভারতের এই মিশন। চলবে ২০৩১ সাল পর্যন্ত।
Leave a Reply