২০২৩ সালের ২৩ আগস্ট! এই দিনটি এবার থেকে চির স্মরণীয় হয়ে থাকবে ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে। দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে এদিন চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান-৩। যা গোটা বিশ্বে এই প্রথম। তাই এই আনন্দের মুহূর্তেও চোখের জল ধরে রাখতে পারেননি অনেক ভারতীয়ই।
ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের বহু বছরের পরিশ্রমের সুফল আজকের এই সোনালী মুহূর্ত। যা উপলব্ধি করতে পেরে গর্বিত প্রত্যেক ভারতবাসী। আমেরিকার নাসার কিংবা চীন অথবা রাশিয়ার মত শক্তিধর দেশগুলোকে ছাপিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে এখন উড়ছে ভারতীয় পতাকা। এই প্রথম পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের মাটিতে ভারতীয় যানের চাকার ছাপ পড়ল।
কিন্তু এমন একটি মহাকাশ অভিযানের পিছনে ইসরোর কত খরচ হয়েছে? জানা যাচ্ছে ‘বাজেট ফ্রেন্ডলি’ ইসরোর এই মিশনে খরচ হয়েছে মোট ৬১৫ কোটি টাকা। যা শুনে আঁতকে উঠছেন বিশ্ববাসী। চন্দ্রযান-৩ অভিযানের বাজেট “আদিপুরুষ” সিনেমার থেকেও কম। চলতি বছরেই সারা ভারত জুড়ে মুক্তি পেয়েছিল বাহুবলি অভিনেতা প্রভাস এবং কৃতি শ্যানন অভিনীত সিনেমা আদিপুরুষ। এই সিনেমা তৈরিতে খরচ হয়েছিল প্রায় ৭০০ কোটি টাকা। তাই শুনতে অবাক লাগলেও তার থেকে প্রায় ১০০ কোটি টাকা কম খরচেই চাঁদে পৌঁছে গেলেন ইসরো’র বিজ্ঞানীরা।
এখানে বলে রাখি ভারতের চন্দ্রযান ৩-এর চাঁদে সফল অবতরণের মাত্র এক দিন আগেই রাশিয়ার চন্দ্রযান “লুনা-২৫” চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি চন্দ্রকক্ষেই ভেঙে পড়ে। এই অভিযানের জন্য রাশিয়া ব্যয় করেছিল প্রায় ১৬ হাজার কোটি টাকা।
চন্দ্রযান-৩ অভিযানের বাজেট প্রসঙ্গে ISRO-র তরফে জানানো হয়েছে, এই অভিযানে রোভার ও প্রোপালশন মডিউল মিলিয়ে মোট খরচ হয়েছে ২৫০ কোটি টাকা। এছাড়া উৎক্ষেপণ যানের জন্য খরচ হয়েছে ৩৬৫ কোটি টাকা। সব মিলিয়ে চন্দ্রযান ৩-এর মোট খরচের পরিমাণ হল ৬১৫ কোটি টাকা।ভারতের এই মহাকাশ অভিযান এখনও পর্যন্ত দেশের ইতিহাসে সবথেকে কম খরচের অভিযান। এর আগে ২০১৯ সালের চন্দ্রযান-২ অভিযানে ISRO-র খরচ হয়েছিল ৯৭৮ কোটি টাকা। যদিও, সেবার চন্দ্রযান একটুর জন্য চাঁদের মাটি ছুঁতে পারেনি।
কী ভাবে এত কম খরচে সম্পন্ন হচ্ছে চন্দ্রযান-৩ মিশন?
প্রাথমিকভাবে জানা যাচ্ছে ২০১৯ সালের অসফল চন্দ্রযান-২ অভিযানের পর ২০২১ সালেই চন্দ্রযান ৩ মিশন সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু তখন করোনা মহামারীর কারণে সম্ভব হয়নি। তবে ওই সময় চন্দ্রযান ৩ মিশন সম্পন্ন হলে সেক্ষেত্রে খরচ কিন্তু বেশিই হত।
Leave a Reply