জানেন চাঁদে নামতে আগস্টের ২৩ তারিখকে কেন বাছা হল? এতগুলো তারিখ থাকতে বেছে বেছে এই তারিখটি কেন? মুখ খুলল ইসরো

জানেন চাঁদে নামতে আগস্টের ২৩ তারিখকে কেন বাছা হল? এতগুলো তারিখ থাকতে
বেছে বেছে এই তারিখটি কেন? মুখ খুলল ইসরো

জানেন চাঁদে নামতে
আগস্টের ২৩ তারিখকে কেন বাছা হল?

এতগুলো তারিখ থাকতে
বেছে বেছে এই তারিখটি কেন?
২৩ তারিখ না নামালে কি ঘটত?

কেন সন্ধ্যাবেলার গুটগুটে অন্ধকারে
ছাড়া হল চন্দ্রযান ৩?

এর পিছনে রয়েছে
৫টি গুরুত্বপূর্ণ কারণ!
জানিয়ে দিল ISRO

২৩ আগস্ট চাঁদের মাটি ছুঁলো ভারত। সন্ধ্যা ৬ টা নাগাদ চাঁদের পাড়ায় পা রাখল চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম। চাঁদের পাড়ায় ঢুকতে বেছে নেওয়া হয়েছে আগস্ট মাসের ২৩ তারিখ। খুব সাবধানতার সাথেই বেছে নেওয়া হয়েছে এই দিনটিকে । এখানেই জোরালো হচ্ছে একাধিক প্রশ্ন! এতগুলো দিন আর মাস থাকতে কেন এই তারিখটিকেই বেছে নেওয়া হল! এমনি এমনি এই তারিখ বেছে নেওয়া হয়নি। এর নেপথ্যে রয়েছে বেশ কিছু তাৎপর্যপূর্ণ কারণ। চন্দ্রযান ৩ এর সফলতার ক্ষেত্রেও ২৩ তারিখটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এক নজরে দেখুন আগস্ট মাসের ২৩ তারিখ বেছে নেওয়ার কারণগুলো-

এক, চন্দ্রযান ৩ চাঁদে গিয়ে সূর্যের আলোর সাহায্যে কাজ করবে। সৌরশক্তির মাধ্যমেই চন্দ্রযান ৩ এর ল্যান্ডার এবং রোভার পরিচালিত হবে। এর জন্য সূর্যের আলোর প্রয়োজন হবে।

দুই, চাঁদে সর্বদা দিনের আলো থাকে না। চাঁদের ১ দিন, পৃথিবীর ১৪ দিনের সমান। চাঁদে ১৪ দিন রাত, ১৪ দিন সকাল। ২২ তারিখ পর্যন্ত চাঁদে ছিল রাত্রিকাল। আর এই বিষয়টি মাথায় রেখে চন্দ্রযান ৩ কে চাঁদের মাটিতে নামানোর পরিকল্পনা হয় ২৩ তারিখ। ২৩ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে, চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যের আলো থাকবে, যার সাহায্যে চন্দ্রযানের রোভারটি চার্জ করতে সক্ষম হবে এবং তার কাজ চালাতে পারবে। চাঁদে গিয়ে দিনের আলো না পেলে চন্দ্রযানের রোভারটি পরীক্ষা নিরীক্ষা কিছুই চালাতে পারবে না।

তিন, ২৩ তারিখ বেছে নেওয়া পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সূর্যের আলো। ISRO-মতে, চাঁদের দক্ষিণ মেরুর তাপমাত্রা মাইনাস ২৩০ ডিগ্রি সেলসসিয়াস পর্যন্ত যায়। এত ঠাণ্ডায় দক্ষিণ মেরুতে চন্দ্রযান চালানো সম্ভব নয়। এই কারণেই মিশনটি ১৪ দিন সূর্যের আলো থাকা অবস্থায় চালানো হবে। আর চাঁদে গিয়ে যাতে ১৪ দিনের সূর্যের আলো পুরোটাই পায় তার জন্য ২৩ তারিখকে বেছে নেওয়া হয়েছে। কারণ ২৩ তারিখ থেকেই চাঁদে ১৪ দিনের সকাল শুরু।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *