মাত্র ৩ মিনিটে দেখুন চন্দ্রযান ৩ এর পিছনে থাকা ৯ বাঙালী বিজ্ঞানীর অবদান! এদের কারো বাবা চাষী,কারো বাবা হতদরিদ্র কর্মী
মাত্র ৩ মিনিটে দেখুন
চন্দ্রযান ৩ এর পিছনে থাকা
৯ বাঙালী বিজ্ঞানীর অবদান!
বসিরহাট থেকে জলপাইগুঁড়ি
গুরু দায়িত্বে সামলেছেন ৯ বঙ্গসন্তান!
এদের কারো বাবা চাষী!
কারো বাবা হতদরিদ্র কর্মী!
নুন আনতে পান্তা ফুরোয়!
ধার দেনা করেই আজ মহাকাশ বিজ্ঞানী!
এদের ছাড়া অসম্ভব ছিল এই মিশন!
এক নজরে দেখুন ইসরোর
৯ বাঙালী বিজ্ঞানীর পরিচয়!
১) মানস সরকার : চন্দ্রযান ৩ এর নেপথ্যে থাকা অন্যতম বাঙালী কারিগর। ইসরোর অন্যতম মহাকাশ বিজ্ঞানী। বসিরহাটের বাসিন্দা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক বিদ্যালয়ের একজন কৃতি ছাত্র। ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি পদার্থবিদ্যায় স্নাতক নিয়ে পড়াশোনা করেন। তিনি ইসরোর টেলিমেট্রি ট্র্যাকিং এবং কমান্ড নেটওয়ার্কের একজন পদস্থ অফিসার।
২) কৃষাণু নন্দী : বাঁকুড়ার পাত্রসায়ের বাসিন্দা। চন্দ্রযান ৩ এর একজন অন্যতম সদস্য। কৃষাণুর কাঁধেই আছে আসল গুরুদায়িত্ব। চাঁদের মাটিতে বিক্রম অবতরণ করার পর, তার থেকে প্রজ্ঞানকে বের করে আনা থেকে শুরু করে রোবট গাড়ির সঙ্গে সমন্বয়ের গতিবিধি তৈরি, সমস্ত কিছু তদারকি করছে বাঁকুড়ার কৃষাণু।
৩) সৌমজিৎ চট্টোপাধ্যায় : বীরভূমের বাসিন্দা। চন্দ্রযান ৩ মিশনের সফটওয়্যার অপারেশন ডিরেক্টর হিসাবে গুরু দায়িত্ব পালন করছেন এই যুবক।
৪) বিজয় কুমার দাই : চন্দ্রযান ২ ও চন্দ্রযান ৩ উভয় মিশনেই গুরু দায়িত্ব পালন করেছে বীরভূমের এই মহাকাশ বিজ্ঞানী। এক দরিদ্র চাষী পরিবারে জন্ম। কষ্ট করে বেড়ে ওঠা। অত্যন্ত মেধাবী ছাত্র। চন্দ্রযান ৩ মিশনেও অনেক গুরু দায়িত্ব সামলেছেন বিজয় কুমার।
৫) কৌশিক নাগ : চন্দ্রযান ৩ মিশনের অন্যতম ইঞ্জিনিয়ার। জলপাইগুড়ির বাসিন্দা। ২০১৮ সালে ইসরোতে যোগ দেন। সেই বছরই চন্দ্রযান ৩ মিশনের দায়িত্ব পান।
৬) তুষার কান্তি দাস : মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা। ইসরোর প্রতিভাবান একজন বিজ্ঞানী। তিনিও এই প্রজেক্টে সরাসরি যুক্ত ও দায়িত্বরত।
৭) পীযুষ কান্তি পট্টনায়ক : চন্দ্রযান ৩ মিশনের অন্যতম একজন মহাকাশ বিজ্ঞানী। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। ছোট থেকেই তুখোড় মেধাবী।
৮) অনুজ নন্দী : উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা। ইসরোতে আট বছর ধরে কর্মরত রয়েছেন। ইসলামপুর উচ্চ বিদ্যালয় থেকেই বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করেন।
৯) জয়ন্ত লাহা : উত্তরপাড়ার বাসিন্দা। ‘প্রজ্ঞান’-এর নেভিগেশান ক্যামেরা টিমের অন্যতম সদস্য । উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করেন। খড়গপুরের IIT এর মেধাবী ছাত্র জয়ন্ত।
Leave a Reply