ভারত চাঁদে পৌঁছাতেই ডিজের তালে তালে নাচলেন ইসরোর চেয়ারম্যান! নেচে গেয়ে দোলালেন কোমর, ভাইরাল ভিডিও

ভারত চাঁদে পৌঁছাতেই ডিজের তালে তালে নাচলেন ইসরোর চেয়ারম্যান! নেচে গেয়ে দোলালেন কোমর, ভাইরাল ভিডিও

ভারত চাঁদে পৌঁছাতেই
ডিজের তালে তালে নাচলেন
ইসরোর চেয়ারম্যান!

নেচে গেয়ে দোলালেন কোমর!
সতীর্থদের সাথে মেলালেন ডান্স স্টেপ!

নেট পাড়ায় ভাইরাল
ইসরো প্রধানের ফাটাফাটি নাচের ভিডিও!

২০১৯ সালে, চোখের জলে মোদীকে জড়িয়ে ধরেছিলেন তিনি। গোটা বিশ্ব দেখেছে মানুষটির চোখের জল। সেদিন মোদী তাকে জড়িয়ে ধরে বিশ্বাস জুগিয়েছলেন, পরের বার জয় সুনিশ্চিত। মানুষটি আশ্বস্ত হয়ে, ঠিক সেদিনই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, পরবর্তী অভিযান তিনি সফল করেই ছাড়বেন। শপথ নিয়েছিলেন এরপর ময়দানে নামবেন আরও শক্ত হয়ে। চাঁদের মাটিতে ভারতকে পা রাখিয়েই ছাড়বেন। আর কোনও ভুল নয়। আগের ক্রুটিগুলো মাথায় রেখে, সেই ক্রুটি থেকে শিক্ষা নিয়ে, পরবর্তী পদক্ষেপ হবে একেবারে নির্ভুল। আর সেটাই করে দেখালেন চন্দ্রযান ৩ এর আসল মাস্টারমাইন্ড, ইসরো চেয়ারম্যান সোমনাথ মহাশয়। চন্দ্রযান ১ অফল, চন্দ্রযান ২ আংশিক সফল, কিন্তু চন্দ্রযান ৩ কে তিনি ব্যর্থ হতে দেননি। ১৪০ কোটি ভারতবাসীর আশা, ভরসাকে তিনি ভেস্তে যেতে দেননি। চাঁদের দেশের সিংহাসনে বসিয়েই ছাড়লেন চন্দ্রযান ৩ কে। এই মুহূর্তে চাঁদের দক্ষিণ মেরুতে রাজ করছে ভারতের চন্দ্রযান ৩। সুস্থভাবে সফট ল্যান্ডিং করে দুনিয়া কাঁপাচ্ছে চন্দ্রযান ৩। শুনলেও গায়ের লোম যেন দাঁড়িয়ে যায়। আনন্দের ধারা বয়ে যায় শরীরজুড়ে। কিন্তু এত আনন্দের মাঝেও এবারেও কেঁদেছেন ইসরো চেয়ার ম্যান। তবে এবারের কান্না শোকের নয়, আনন্দের। চন্দ্রযান ৩ কে সফলভাবে ল্যান্ডিং করানোর পরেই আনন্দে শিহরিত , আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি। বিক্রম ল্যান্ডার চাঁদের মাটি স্পর্শ করার পরই ইসরোর কন্ট্রোল রুমে পোডিয়ামে ওঠে উল্লাসের ঝড়। সেখানে দাঁড়িয়ে মাত্র দুটি কথা বলেন, ইসরো চেয়ারম্যান এ সোমনাথ। তিনি বলেন-

‘ভারত চাঁদে পৌঁছে গিয়েছে। আমরা সফ্ট ল্যান্ডিং করতে পেরেছি।’

এরপরেই সোশাল মিডিয়ায় দেখা যায়, ইসরো চেয়ারম্যান এস সোমনাথের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, এস সোমনাথ ডিজে লাইট ও মিউজিকের সঙ্গে নাচছেন। সঙ্গে রয়েছেন আরও অনেকেই। তৃতীয়বারের চন্দ্রাভিযানের সাফল্যে ইসরো চেয়ারম্যান এবং তাঁর সতীর্থরা যে ঠিক কতটা খুশি তারই প্রমাণ ভাইরাল হওয়া এই ভিডিও। গত দু’বারের ব্যর্থতার পর এবার সাফল্য পেয়ে আপ্লুত তাঁরা। আর আপ্লুত হবেন নাই বা কেন? ভারতের এই চন্দ্রজয়, একাধিক রেকর্ড গড়েছে। প্রথমত, বিশ্বের প্রথম দেশ হিসেবে পা রেখেছে চাঁদের দুর্গম রহস্যে মোড়া অগম্য দক্ষিণ মেরুতে। দ্বিতীয়ত, সফট ল্যান্ডিয়ের সাফল্যে চতুর্থ দেশ হিসেবে নজির গড়েছে। পর পর দুবার অসফলতার পর, তৃতীয়বার চন্দ্রজয়ের স্বাদ পেল ভারত। এর আগে যে দুবার অভিযান চালানো হয়েছে, সেগুলো কোনোটাই পুরোপুরিভাবে সফল হয়ে ওঠেনি। সামান্য ভুল ক্রুটির কারণে ভেস্তে যায় আগের অভিযানগুলো। তবে এবার আর ভুল নয়। সমস্ত বাঁধাকে অতিক্রম করে, অসাধ্যকে কে সাধন করে দেখাল ভারত। রাশিয়া, চিন, আমেরিকা যা করে দেখাতে পারেনি সেটাই করে দেখাল আমাদের দেশ। চাঁদের দক্ষিণ মেরু, দুর্গম রহস্য ঘেরা, যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছাতেই পারেনি, সেখানেই পৌঁছে গেছে ভারতমাতার চন্দ্রযান। চাঁদের দেশের রহস্যে ঘেরা দক্ষিণ মেরুতে, খোদাই হয়েছে ভারতের নাম। উড়ছে ভারতের কেতন। সমস্ত ভারতবাসীর জন্য অতি গর্বের একটি বিষয়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *