বৈচিত্রময় পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে পা রাখলেই লক্ষ্য করা যায় নানা ধরনের বৈচিত্র। কোথাও ভাষা আলাদা তো কোথাও পোশাক, বেশভূষা কিংবা মানুষের চলন বলনেও রয়েছে বিরাট পার্থক্য। এ ছাড়া সেখানকার রুচি, খাদ্যাভ্যাসও হয়ে থাকে আলাদা। যা হওয়াটাও খুব স্বাভাবিক। তাই বিভিন্ন দেশের অর্থনীতিতেও যে হেরফের হবে সেকথা বলাই বাহুল্য। বিভিন্ন দেশের মুদ্রাও পরিচিত বিভিন্ন নামে।
মার্কিন ডলার বা গ্রেট ব্রিটেন পাউন্ডের তুলনায় ভারতের টাকার দাম বেশ খানিকটা কম হয়। এই নিয়ে আক্ষেপ মানুষের বহুদিনের। তবে জানলে অবাক হবেন পৃথিবীতে এমন আরও অনেক দেশ আছে যেখানে ভারতের টাকা পয়সা নিয়ে গেলে নিজেকে বেশ বড়লোক বলেই মনে হবে। আসলে পৃথিবীর এই সব দেশ গুলিতে ভারতের টাকার দাম অনেক বেশি। যা শুনলে চোখ কপালে উঠবে যে কারও। তাই বিদেশের এই জায়গাগুলিতে গেলে আপনারও নিজেকে বেশ ধনী বলেই মনে হবে। দেখে নিন পৃথিবীর ১৮ টি দেশের তালিকা।
পাকিস্তান- পাকিস্তানের টাকাকেও ভারতের মতো রূপী বলা হয়। ভারতের ১০০ টাকার দাম এখানে ৩৬২ রুপির সমান।
নেপাল- এখানকার টাকাও রুপি হিসাবে পরিচিত। ভারতের ১০০ টাকা এখানে ১৬০ রুপির সমান।
শ্রীলঙ্কা- এই দেশেও টাকাকে রুপি বলা হয়। ভারতের ১০০ টাকা এই দেশের ৩৯২ রুপির সমান
কাজাখস্তান- এই দেশের টাকাকে তেঙ্গে বলা হয়। ভারতের ১০০ টাকা মানে এখানে ৫৫০ তেঙ্গে।
হাঙ্গেরি- মধ্য ইউরোপের দেশ হাঙ্গেরিতে টাকাকে ফোরিন্ট বলা হয়। হাঙ্গেরিতে ৪২৭ ফোরিন্ট ভারতের ১০০ টাকার সমান।
চিলি- এই দেশের টাকাকে পেসো বলা হয়। এখানকার ১,০৪৯ পেসো ভারতের ১০০ টাকার সমান।
সোমালিয়া – সোমালিয়ায় টাকা শিলিং নামে পরিচিত। ভারতের ১০০ টাকা এই দেশে ৬৮৭ শিলিং-এর সমান।
উত্তর কোরিয়া- উত্তর কোরিয়ায় টাকাকে ওন বলা হয়। ভারতের ১০০ টাকা ১,০৮৮ ওনের সমান।
দক্ষিণ কোরিয়া- এখানেও টাকার নাম ওন। এখানকার ১,৬১৯ ওন ভারতের ১০০ টাকার সমান।
ইরান- ইরানের মুদ্রার নাম রিয়াল। জানলে অবাক হবেন এই দেশে ভারতের ১০০ টাকা ভাঙালেই হাতে পাওয়া যাবে ৫০,৬৪০ রিয়াল।
তানজানিয়া- এই দেশে টাকাকে শিলিং বলে। ভারতে ১০০ টাকা মানে তানজানিয়ায় ৩,০০৯ শিলিং।
কলাম্বিয়া- সুদূর কলোম্বিয়ায় টাকার নাম পেসো। এখানে ভারতীয় ১০০ টাকা মানে ৪,৯৬৭ পেসো।
জাম্বিয়া- জাম্বিয়াতে আবার টাকাকে কোয়াচা বলা হয়। ভারতের ১০০ টাকা এই দেশের ২৩,৫৯৬ কোয়াচার সমান।
গিনি- গিনিতে টাকার নাম ফ্রাঙ্ক। একানকার ১০,৪২৩ ফ্রাঙ্ক সমান ভারতের ১০০ টাকা।
লাওস- এই দেশের টাকা কিপ নামে পরিচিত। ভারতের ১০০ টাকা মানে এখানকার ২৩,৬৭৪ কিপ।
ইন্দোনেশিয়া- ইন্দোনেশিয়াতে টাকাকে রুপিয়া বলা হয়ে থাকে। জানলে অবাক হবেন ভারতের ১০০ টাকা এই দেশের ২৩,৫৯৬ রুপিয়ার সমান।
বেলারুশ- সোভিয়েত রাশিয়া ভাঙার পর এই দেশের সৃষ্টি হয়েছিল। ভারতের ১০০ টাকা এখানে ২১,৬০০ রুবলের সমান
ভিয়েতনাম- সুদূর ভিয়েতনামে মুদ্রা দং নামে পরিচিত। এখানে ভারতের ১০০ টাকা ভাঙালে ২৮,৮৬৭ দং পাওয়া যাবে।
Leave a Reply