হি’জ’ড়ে’দের ভুলেও এই ৫টি জিনিস দান করবেন না! করলেই মহাসর্বনাশ, দেনার দায়ে ভাসবে সংসার
৩য় লিঙ্গের মানুষদের
৫টি জিনিস
ভুলেও দান করবেন না!
করলেই মহাসর্বনাশ!
দেনার দায়ে ভাসবে সংসার!
লাঠে উঠবে আয়-উন্নতি!
বাড়ি ছাড়বে মা লক্ষ্মী!
শাস্ত্রে দিয়েছে কড়া বিধান!
রাস্তা ঘাটে বেরোলে প্রায়শই ৩য় লিঙ্গের মানুষ দেখা যায়। আবার মাঝে মাঝেই এরা নিজে থেকেই বাড়ি বাড়ি আসেন। মূলত ভিক্ষে করার উদ্দেশ্যেই এদের আসতে দেখা যায়। যেহেতু লিঙ্গ পরিচয়ের কারণে, সমাজ এখনও তাদের মান মর্যাদা দিতে চাই না। ফলে অন্যের কাছে হাত পাততে বাধ্য হয় তৃতীয় লিঙ্গের মানুষেরা। অনেকেই এদেরকে সাহায্যের উদ্দেশ্যে নানা রকম সামগ্রী দিয়ে থাকেন। শাস্ত্রে এই নিয়ে কড়া বিধি নিষেধ রয়েছে। শাস্ত্র মতে, কিছু কিছু জিনিস রয়েছে, যেগুলো বৃহন্নলাদের দান করা একেবারেই উচিত নয়। এই রকম ৫টি জিনিসের উল্লেখ রয়েছে শাস্ত্রে। এগুলো দান করলেই মহা সর্বনাশ ঘটে। এক নজরে দেখুন শাস্ত্রে কোন ৫টি জিনিস বৃহন্নলাদের দিতে নিষেধ করা হয়েছে-
ঝাঁটাঃ অনেকেই বৃহন্নলাদের দেখলে ঝাঁটা হাতে তেড়ে যান। তাদের বাড়ির দুয়ার থেকে তাড়ানোর জন্য ঝাঁটা ছুড়ে দেন। শাস্ত্রে এই নিয়ে কড়া সতর্কবাণী দেওয়া হয়েছে। শাস্ত্রমতে বৃহন্নলারা ভগবানের বিশেষ আশীর্বাদপ্রাপ্ত। এদেরকে ঝাঁটা দেখালে, কিংবা ঝাঁটা ছুঁড়লে ভগবান বিশেষ রুষ্ট হন। মা লক্ষ্মী বাড়ি ছেড়েও চলে যেতে পারেন। অনেক সময় বৃহন্নলারা নিজেরাই ঝাড়ু খোঁজেন। এক্ষেত্রে ভুলেও তাদের হাতে ঝাড়ু দেবেন না।
তেলঃ অনেক সময় তৃতীয় লিঙ্গের মানুষেরা বাড়ি গিয়ে গৃহস্তের কাছ থেকে তেল খোঁজেন। শাস্ত্রে বৃহন্নলাদের তেল দেওয়ায় বারণ আছে। শাস্ত্র মতে তৃতীয় লিঙ্গের মানুষদের তেল দিলে সংসারে ঝগড়া, অশান্তি লেগেই থাকবে। কখনও থামবে না।
কাচের কিংবা প্লাস্টিকের বাটিঃ তৃতীয় লিঙ্গের মানুষেরা অনেক সময় গৃহস্তের কাছ থেকে, কাচের কিংবা প্লাস্টিকের বাটি খোঁজে। এই সব ক্ষেত্রেও অনেক সাবধান। ভুলেও দেবেন না।
এর ফলে সংসারে অশুভ প্রভাব তৈরি হয়। এগুলো দিলেই সংসারে অমঙ্গল নেমে আসে।
পুরনো জামা কাপড়ঃ বৃহন্নলাদের কখনই পুরনো জামা, কাপড় দেবেন না। এতে ধনদেবী রুষ্ট হন। যদি কাপড় দিতে চান,তাহলে তাদেরকে নতুন পোশাক দান করুন।
স্টিলের জিনিস দান থেকে বিরত থাকুনঃ বৃহন্নলাদের স্টিলের জিনিস দেওয়া থেকে বিরত থাকুন। এতে আয় উন্নতি থমকে যায়।
Leave a Reply