শুরু হলো রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগ! একসঙ্গে নেওয়া হবে ৩০০ এর বেশি প্রার্থী! পাশে আছে Adda247

অপেক্ষার শেষ! এবার ফুড সাব ইন্সপেক্টর পদে হবে একগুচ্ছ নিয়োগ, এভাবে করুন আবেদন

অপেক্ষার শেষ !
এবার ফুড সাব ইন্সপেক্টর
পদে হবে একগুচ্ছ নিয়োগ!

শুরু হয়ে গেল
ফর্ম ফিল আপ

লাগবে না গ্র্যাজুয়েট, মাস্টার্স
ক্লাস টেন টপকালেই
হয়ে যাবেন সরকারি অফিসার

কিভাবে করবেন আবেদন ?
কারা করতে পারবে আবেদন ?

কীভাবেই বা প্রস্তুতি নিলে
চাকরি আসবে হাতের মুঠোয়?
চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত …

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হল Food SI অর্থাৎ Food Sub Inspector নিয়োগ। ইতিমধ্যেই শুরু হয়েছে ফর্ম ফিলাপ। অনেকেই জানতে চাইছেন এবারের Food SI পরীক্ষা কেমন হবে, আগের থেকে সহজ হবে নাকি কঠিন! পরীক্ষার্থীদের সমস্ত কৌতূহল দূর করতেই আজকের এই প্রতিবেদন।

প্রথমেই জানুন, চলতি বছর Food SI পদে সিট সংখ্যা কত?

এই বছর মোট সিট সংখ্যা ৪৮০।

Food SI পদে আবেদনকারীর যোগ্যতা?

আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর।

OBC দের ক্ষেত্রে তিন বছর এবং SC ST দের ক্ষেত্রে ৫ বছরের ছাড় রয়েছে।

কেমন হবে এবারের পরীক্ষা?

এবারের পরীক্ষায় থাকবে ৫০ নম্বরের পাটিগণিত ও ৫০ নম্বর G.K এবং কারেন্ট অ্যফেয়ার্স

কবে থেকে শুরু ফর্ম ফিলাপ?

ইতিমধ্যেই ফর্ম ফিলাপ শুরু হয়ে গেছে। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত

বেতন কেমন হবে?

Food SI চাকরিতে বেতন শুরু ২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত।

এই পরীক্ষায় প্রস্তুতি সারতে পড়ুয়াদের পাশে থাকছে Adda two four seven। এক নজরে দেখুন Adda two four seven এর ভূমিকাঃ

অনেকেই বলেন হাজার চেষ্টা করেও সরকারি পরীক্ষায় পাশ করতে পারছেন না, চাকরি পাচ্ছেন না। তাদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে Adda247। এই প্রতিষ্ঠানের হাত ধরেই অনেকেই সরকারি চাকরি পেয়েছেন, সম্মানের সাথে বহাল তবিয়তে কাজও করছেন। তাই দেরী না করে আজই যুক্ত হন Adda247 এর সাথে। দেখে নিন, Food Sub Inspector পরীক্ষার জন্য Adda247 তাদের প্যাকেজে কি কি রেখেছে-

১, 210 ঘন্টার লাইভ ক্লাস
২, লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন দেখার সুবর্ণ সুযোগ।
৩, পড়ার জন্য e-book এর ব্যবস্থা
৪, পড়ুয়াদের সময় বাঁচানোর জন্য থাকছে Hand Written Notes যেটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে এক্সপার্টদের দ্বারা
৫, প্রস্তুতি শেষে নিজেকে মূল্যায়ন করবার জন্য থাকছে অনলাইন মক টেস্ট এর ব্যবস্থা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *