অর্থনীতি

“ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে!” হ্যাঁ, সেই দিন আর বেশি দূরে নেই।  আর মাত্র কয়েক বছরের অপেক্ষা। তারপরেই ভারতের মুকুটে জুড়তে চলেছে এক নতুন পালক। জানা যাচ্ছে অদূর ভবিষ্যতে ৫ ট্রিলিয়ন  ডলারের অর্থনীতিতে পরিণত হবে ভারত। তখন ভারতের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না চীন, জার্মানি কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বড় দেশ গুলিও। বর্তমানে এই দেশগুলিরই আর্থিক অবস্থা বেশ সংকটে। কিন্তু সবাইকে চমকে দিয়ে এরই মধ্যে অর্থনীতির দিক দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান এবং রেটিং এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী স্পষ্ট সেই ছবিই।বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান অর্থনীতি হিসেবে ভারতের নাম উল্লেখ করছেন তাবড় বিশেষজ্ঞরা।

অর্থনীতিবিদদের দাবি আগামী ২০২৮ সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে। শুধু তাই নয়, আমাদের দেশের একাধিক  রাজ্যেরও একাই  ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল।এই ভবিষ্যদ্বানি সত্যি করতে বর্তমানে প্রতিযোগিতায় নেমে পড়েছে ভারতের সব রাজ্যগুলি।

মহারাষ্ট্র:

এই তালিকায় সবচেয়ে উপরে রয়েছে ভারতের যে রাজ্যের নাম সেটি হল মহারাষ্ট্র। দেশের সর্বোচ্চ শিল্প উৎপাদনের রাজ্য মহারাষ্ট্রে। তাই এই বাণিজ্য নগরীই যে এই তালিকায় এগিয়ে থাকবে তা একপ্রকার প্রত্যাশিতই ছিল। জানলে অবাক হবেন  মহারাষ্ট্রের জিডিপি ৪৩০ বিলিয়ন মার্কিন ডলার। যা অত্যন্ত দ্রুতগতিতে বেড়েই চলেছে প্রতিনিয়ত। মহারাষ্ট্রের আর্থিক বৃদ্ধির হার সাড়ে আট শতাংশ। জানা যাচ্ছে এখন থেকেই মহারাষ্ট্র সরকার ২০৩০ সালের মধ্যে তাদের অর্থনীতি এক ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।  অর্থনৈতিক দিক দিয়ে এই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য মহারাষ্ট্রকে ১১ শতাংশ অর্থনৈতিক গতি বৃদ্ধি করতে হবে। এই নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য এই রাজ্যের প্রয়োজন পরিকাঠামো, স্বাস্থ্য, পরিবহন ছাড়াও কৃষি ও শিল্প খাতে আরো বেশি  বিনিয়োগ করা।

উত্তরপ্রদেশ:

এরপরেই রয়েছে উত্তরপ্রদেশ। বিজেপি বলয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই যোগী রাজ্য ২০২৭ সালের মধ্যে এক ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে আগামী দিনে এই লক্ষ্যে পৌঁছাতে গেলে তাদের বার্ষিক প্রবৃদ্ধির হার ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বাড়াতে হবে। উৎপাদন খাতের লক্ষ্যমাত্রা ৪৫  শতাংশ পর্যন্ত নিয়ে যেতে হবে। যা একেবারেই মুখের কথা নয়। এই খাতে  চল্লিশ লক্ষ কোটি টাকা খরচের পরিকল্পনা রয়েছে রাজ্যের। যার জন্য পরিকাঠামো থেকে শুরু করে স্বাস্থ্য বিচার বিভাগ শিক্ষা খাতে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।

তাই আগামী কয়েক বছর ইউপি সরকারের কাছে বেশ বড় একটি চ্যালেঞ্জের হতে চলেছে। জানা যাচ্ছে ২০২১-২২ সালের মধ্যে ইউপির জিডিপি প্রায় ২৯৪ বিলিয়ন মার্কিন ডলার ছিল।  এছাড়া রাজ্যের বৃদ্ধির হার ছিল ১৩ শতাংশ। তবে  ২০২৭ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতির রাজ্যে পরিণত হতে গেলে উত্তরপ্রদেশের জিডিপি ৩২ শতাংশে নিয়ে যেতে হবে।

এছাড়াও এই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর তালিকায় রয়েছে ভারতের আরও তিনটি  রাজ্য। সেগুলি হল তামিলনাড়ু, কর্ণাটক এবং গুজরাট।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *