পেট্রোলের পরিবর্তে বাইকের ট্যাংকে জল! তুলকালাম দুর্গাপুরে! ঠিক কি ঘটেছে? দেখুন
পেট্রোলের পরিবর্তে
বাইকের ট্যাংকে জল!
পেট্রোল পাম্পের কাণ্ডে
তুলকালাম দুর্গাপুরে!
ক্ষিপ্ত আমজনতা!
শেষমেশ পুলিশের হস্তক্ষেপ!
ঠিক কি ঘটেছে?
দেখুন
রাস্তায় বাইক নিয়ে বেরিয়েছেন এক যুবক। হঠাৎ বিপত্তি! মাঝপথে বন্ধ হয়ে যায় বাইক। তেল শেষ হয়ে যাওয়ায় থেমে যায় বাইকের চাকা। অবশেষে, বাইকের চালক, পেট্রল পাম্পে গিয়ে ৩৩০ টাকার তেল ভরেন। তেল ভরার পর বাইক স্টার্ট দিতেই আরেক কাণ্ড। কিছুতেই স্টার্ট নিল না বাইক। তেল ভরার পরেও বাইক স্টার্ট না নেওয়ায় চিন্তায় পড়ে যান ওই চালক। এরপর সোজা যান গ্যারেজে। ততক্ষণে চালক ভেবেছেন স্বাদের বাইক বোধ হয় বিগড়ে গেছে। গ্যারেজে গিয়েই জানতে পারলেন বাইক না চলার আসল কারণ। কারণ হিসেবে যা জানতে পারলেন তাতে মাথায় হাত বাইক চালকের। গ্যারেজের মেকানিকরা জানিয়ে দিলেন, বাইকে তেল নয় তিনি জল ভরিয়েছেন। রীতিমত ততমত খেয়ে যান বাইক চালক। এরপরেই বুঝতে পারেন পেট্রোল পাম্পে তাকে ঠকানো হয়েছে। তেলের বদলে তার বাইকে জল ভরে দেওয়া হয়েছে। এমন ঘটনার সাক্ষী থাকল ,দুর্গাপুরের সৌরভ দাস নামক এক যুবক। ভারত পেট্রোলিয়াম নামক পেট্রোল পাম্পে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। মুখে মুখে ছড়িয়ে পড়ে তার এই ঘটনা। এর পর ধীরে ধীরে ওই পেট্রোল পাম্পে জমায়েত হতে শুরু করে ক্ষিপ্ত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বাহিনী।
সৌরভ দাস নামের ওই যুবকের দাবি-
“৩৩০টাকা তেল ভরার পরও গাড়ি স্টার্ট হচ্ছিল না। পাশের গ্যারেজে নিয়ে গেলে ওরা বলে গাড়ির ট্যাঙ্কে জল রয়েছে। পাম্পে ফিরে এলে ওরা প্রথমে মানতে চাইনি। বহুলোক জড় হয়ে যেতে তখন টাকা ফেরৎ দেয়।”
অপরদিকে, যুবকের দাবিকে অস্বীকার করে, পেট্রোল পাম্পের এক কর্মী জানান-
“সরকার থেকে ঘোষণা করা হয়েছে, ই-২০ এবার থেকে পেট্রলে ব্যবহার করা হবে। ফলে নতুন ধরনের এই তেলে একফোঁটা জল পড়লেও সমস্যা হতে পারে। ওই যুবকের বাইকে হয়তো আগে থেকেই জল ছিল।”
কর্মীকে পাল্টা প্রশ্ন করা হয়, তাদের ত্রুটি না থাকলে যুবককে টাকা ফেরত দেওয়া হল কেন? জবাবে তিনি জানান-
“বহু লোক জমে গিয়েছিল। অশান্তি এড়াতে টাকা ফেরত দেওয়া হয়েছে।”
Leave a Reply