দীর্ঘদিন ধরে একই কোম্পানিতে কাজ করতে করতে অনেকেই ক্যারিয়ার গ্রোথের কথা ভেবে নতুন কোম্পানিতে সুইচ করার কথা ভাবেন। এক্ষেত্রে সকলেরই লক্ষ্য থাকে দেশের সেরা কোম্পানিতে কাজ করার। কিন্তু অনেকের কাছেই সঠিক তথ্য থাকে না। তাই বুঝতে পারেন না কোন কোম্পানিতে কাজের পরিবেশ কেমন ? কিংবা কোন কোম্পানি এখন দেশের সেরা কোম্পানি গুলির তালিকায় প্রথমেই রয়েছে? অথবা কোন কোম্পানিতে কাজ করা সবচেয়ে লাভজনক? এবার সেই মুশকিল আসান করতেই সবদিক বিচার বিবেচনা করে দেশের সেরা ১০টি কোম্পানির তালিকা প্রকাশ করল HR পরিষেবা সংস্থা Randstad। তাদের REBR 2018 রিপোর্টে উঠে এসেছে ভারতের এই ১০ টি সেরা কোম্পানির নাম।
১০) টাটা কনসালটেন্সি সার্ভিস বা TCS: ভারতের প্রাইভেট কোম্পানিগুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয় TCS। ভারত ছাড়াও ৪৬টি দেশে রয়েছে কোম্পানি।সদ্য ১০ হাজার কোটি মার্কিন ডলার-এর মার্কেট ক্যাপ গণ্ডি পেরিয়েছে এই সংস্থাটি। REBR-এর রিপোর্টে ১০ম স্থানে রয়েছে TCS।
৯) সোনি: সোনি মানেই জনপ্রিয় একটি ব্র্যান্ড। তাই এটি চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত পছন্দের একটি সংস্থা। তবে ভারতে নয়া দিল্লি থেকে ব্যবসা চালালেও সোনির হেডকোয়ার্টার রয়েছে টোকিওতে।
৮) স্যামসাং ইন্ডিয়া: ভারতের জনপ্রিয় মোবাইল প্রস্তুকারক সংস্থা হল স্যামসাং ইন্ডিয়া। এই কোম্পানির হাত ধরেই নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পেয়েছেন দেশের অসংখ্য যুবক-যুবতী। REBR-এর তালিকায় অষ্টম স্থানে রয়েছেন স্যামসাং ইন্ডিয়া।
৭) মাইক্রোসফ্ট: এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম টেকনলজি কোম্পানি মাইক্রোসফ্ট। এখানে কাজ করা দেশের প্রায় সব সফ্টওয়ার ইঞ্জিনিয়ারদেরই ‘কেরিয়ার গোল’। মাইক্রোসফ্ট-এর হেডকোয়ার্টার রয়েছে হায়দ্রাবাদে।
৬) মার্সিডিজ-বেঞ্জ: বিশ্বের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির মধ্যে দারুন জনপ্রিয় মার্ডিজি-বেঞ্জ। এর হেডকোয়ার্টার রয়েছে পুনেতে। প্রাইভেট কোম্পানির কর্মচারীদের কাছে এটি অত্যন্ত পছন্দের একটি জায়গা।
৫) লার্সেন অ্যান্ড টুব্রো: ভারতের জনপ্রিয় বহুজাতিক নির্মাণ সংস্থা গুলির মধ্যে অন্যতম হল লার্সেন অ্যান্ড টুব্রো। মুম্বইয়ে অবস্থিত এই সংস্থার সদর অফিস। এখানে চাকরি করার জন্য সুযোগের অপেক্ষায় থাকেন দেশের অসংখ্য যুবক-যুবতী।
৪) ITC গ্রুপ: খাস কলকাতার বুকেই রয়েছে ITC-র হেডকোয়ার্টার। এই কোম্পানিতে বহু কর্মচারীর চাকরির সুযোগ রয়েছে।
৩) হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড: REBR-এর দেওয়া রিপোর্ট বলছে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। এই কোম্পানির মুম্বাইয়ের অফিসে ১৫ হাজারের বেশি কর্মচারী কাজ করেন ।
২) IBM ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড: আমাদের দেশের যে কোনো IT কর্মীর স্বপ্নের জায়গা হল IBM ইন্ডিয়া। এই সংস্থার ভারতীয় শাখার সদর দপ্তর রয়েছে বেঙ্গালুরুতে।
১) অ্যামাজন ইন্ডিয়া: REBR প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে দেশের সেরা কোম্পানির তকমা পেয়েছে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া। তাই এই রিপোর্টের একেবারে শুরুতেই জ্বলজ্বল করছে অ্যামাজন-এর ভারতীয় শাখা অ্যামাজন.ইন-এর নাম। জানা যাচ্ছে গত বছর থেকেই বিপুল পরিমাণে নিয়োগ করছে অ্যামাজন.ইন।
Leave a Reply