স্কুটার

নিত্য যাত্রীদের মধ্যে দিনে দিনে  বেড়েই  চলেছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা। পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরানোর ঝামেলা কিংবা মাসে মাসে  বাড়তি খরচের হাত থেকে মুক্তি পেতেই দিনে দিনে বাড়ছে এই ইলেকট্রিক স্কুটার ব্যবহারকারীদের সংখ্যাও। বর্তমানে বাজারে ৪০ হাজার  টাকা থেকে দেড়  লাখ টাকা দামের মধ্যে রয়েছে একাধিক ইলেকট্রিক স্কুটার। তবে এরইমধ্যে হাতেগোনা মাত্র কয়েকটি স্কুটিই রয়েছে যেখানে মিলবে ১০০ কিলোমিটারের বেশি রেঞ্জ। তাই এখনই যারা এই ধরণের  ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন তাদের জন্য ৫ সেরা বিকল্প তুলে ধরা হল।

টিভিএস আইকিউব

এই টিভিএস কোম্পানির একমাত্র ইলেকট্রিক স্কুটার হল আইকিউব। মূলত মোটরসাইকেলের জন্য বিখ্যাত হলেও এই সংস্থা ইতিমধ্যেই বেশ সুনাম অর্জন করেছে ইলেকট্রিক স্কুটারের জন্যও

ভারতে এই টিভিএস আইকিউব-এর দাম ১ লক্ষ ৪১ হাজার টাকা। ফুল চার্জ হওয়ার পর এই স্কুটার ১০০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে

টিভিএস-এর স্কুটির সর্বোচ্চ গতি ৭৮ কিমি প্রতি ঘণ্টা

এই স্কুটারের ব্যাটারি ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে প্রায় ৫ ঘন্টা

বাজাজ চেতক

বাজাজ চেতক স্কুটি নামটা হয়তো অনেকেরই শোনা। ২০০০ সাল নাগাদ বেশ জনপ্রিয় ছিল এই কোম্পানির স্কুটার।

সেটাই মডিফাই করে আনা হয়েছে ইলেকট্রিক স্কুটার ।

ভারতে এই বাজাজ চেতক স্কুটারের দাম ১ লক্ষ ৩০ হাজার  টাকা।

যদিও ক্রেতাদের জন্য সুখবর এই যে সম্প্রতি স্কুটারটির দাম ২২ হাজার  টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

ফুল চার্জে এটি রেঞ্জ দিতে পারে ১০৮ কিলোমিটার।

এই স্কুটারের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৪ ঘণ্টা।

 

ওলা ইলেকট্রিক

ইলেকট্রিক স্কুটারের কথা হলে এই সংস্থার নাম না নিলে চলে নাকি! বর্তমানে এই সংস্থাররয়েছে একাধিক ইলেকট্রিক স্কুটার

দিন কয়েক আগেই স্বাধীনতা দিবসে Ola S1 Pro, Ola S1X এবং Ola S1 Air- এই ৩টি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে এই সংস্থা

এই ইলেকট্রিক স্কুটারগুলির দাম শুরু ৮০ হাজার টাকা থেকে

রয়েছে Ola S1 Pro Gen 2 হাই-এন্ড স্কুটার। যার দাম ১ লাখ ৪৮ হাজার টাকা

ইলেকট্রিক স্কুটারগুলি ফুল চার্জ দিলে রেঞ্জ দিতে পারে ৯০ কিলোমিটার থেকে ১৯৫ কিলোমিটার

হিরো ভিডা ভি1

তালিকায় রয়েছে হিরো মটোকর্পের ইলেকট্রিক স্কুটার হিরো ভিডা ভি1

১০০ কিমির বেশি রেঞ্জের স্কুটারগুলির মধ্যে এটি অন্যতম একটি বিকল্প

ভারতের বাজারে এই স্কুটারের দাম ১ লাখ ৪১ হাজার টাকা

এই স্কুটার ফুল চার্জে ১১১ কিলোমিটার রেঞ্জ দেয়। সর্বোচ্চ গতি ৮০ কিমি প্রতি ঘণ্টা

বাইকের কার্ব ওয়েট রয়েছে ১২৫ কেজি

আথার এনার্জি

এই কোম্পানি সদ্য লঞ্চ করেছে এমনই দুটি ইলেকট্রিক স্কুটার। সেগুলি হল Ather 450S এবং Ather 450X

এই ইলেকট্রিক স্কুটারগুলির দাম দেড় লাখ টাকার মধ্যেই ঘোরাফেরা করে

এই স্কুটার ফুল চার্জে রেঞ্জ দিতে পারে প্রায় ১১৫ কিলোমিটার।

এই স্কুটির সর্বোচ্চ গতি ৯০ কিমি প্রতি ঘণ্টা

 

 

 

 

 

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *