এবার চন্দ্রযান ৩ এর প্ল্যান পরিবর্তনের আশঙ্কা! নির্দিষ্ট সময়ে চাঁদে নাও নামতে পারে চন্দ্রযান ৩, ঠিক কি হয়েছে?
এবার চন্দ্রযান ৩ এর
প্ল্যান পরিবর্তনের আশঙ্কা!
নির্দিষ্ট সময়ে চাঁদে
নাও নামতে পারে
চন্দ্রযান ৩!
কিন্তু কি হল আচমকা?
সুস্থ আছে তো চন্দ্রযান ৩?
চাঁদের মাটিতে
কোনও গণ্ডগোল হয়নি তো?
হঠাৎ কেন এই পরিবর্তন?
চন্দ্রযান ৩ নিয়ে বড়সড় আপডেট দিল ইসরো। ২৩ আগস্ট অর্থাৎ আগামীকাল চাঁদের মাটিতে নামার কথা চন্দ্রযান ৩ এর। কিন্তু সেই সিদ্ধান্তে বদল আসতে পারে বলে জানিয়েছে ইসরো। তবে এই বদল আসতে পারে, যদি কোনও প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে। অর্থাৎ আগামীকাল চন্দ্রযান ৩ কে ল্যান্ড করাতে গিয়ে যদি কোনও সমস্যার সম্মুখীন হতে হয়, সেক্ষেত্রে চন্দ্রযান ৩ এর ল্যান্ডিং টাইম পিছিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে পরবর্তী ল্যান্ডিং টাইম হবে আগামী রবিবার। এর নেপথ্যে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথম কারণ এর আগেও দুবার ব্যর্থ হয়েছে ভারতের চন্দ্র অভিযান। এই নিয়ে তৃতীয় বারের প্রচেষ্টা। তাই কোনও ভাবেই রিস্ক নিতে চাইছে না ইসরো আধিকারিকেরা। দ্বিতীয় কারণ, যদি ল্যান্ডিং এর সময় কোনও প্রকার অসুবিধার সৃষ্টি হয়, সেক্ষেত্রে ল্যান্ডিং টাইম পিছিয়ে দেওয়াটাই সেফ বলে মনে করছেন বিজ্ঞানীরা। গায়ের জোরে ল্যান্ড করালে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি।
ইসরোর ‘স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার’-র এক অধিকর্তা জানিয়েছেন-
‘আগামী ২৩ অগস্ট চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-র অবতরণের দু’ঘণ্টা আগে ল্যান্ডার মডিউলের স্বাস্থ্য এবং চাঁদের পরিবেশের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব যে সেদিন চন্দ্রযান-৩ চাঁদে নামানো হবে কিনা। যদিও কোনও বিষয় অনুকূল না হয়, তাহলে আগামী ২৭ অগস্ট চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান ৩-র মডিউল। কোনও সমস্যা হওয়ার কথা নয় এবং আগামী ২৩ অগস্টই আমরা চাঁদে চন্দ্রযান ৩-র মডিউল নামাতে পারব।’
তবে চন্দ্রযান ৩ এর সর্বশেষ আপডেট অনুযায়ী, চন্দ্রযান ৩-র স্বাস্থ্য ভালো আছে। কোনও ক্রুটি পাওয়া যায়নি। চন্দ্রযান ৩-র স্বাস্থ্য নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংকে বিস্তারিত জানিয়েছেন ইসরো প্রধান এস সোমনাথ। তিনি আশ্বাস দিয়েছেন সবকিছু ঠিক থাকলে, বুধবার চাঁদে অবতরণের জন্য পুরোপুরি প্রস্তুত চন্দ্রযান ৩। প্রতিটি মুহূর্তে চন্দ্রযান ৩ এর উপর নজরদারি চালাচ্ছে ইসরো।
Leave a Reply