যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল চত্বরে কনডমের ছড়াছড়ি! চারিদিকে নিষিদ্ধ পানীয়ের বোতল, রেগে কাঁই রাজন্যা হালদার
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
হস্টেল চত্বরে কনডমের ছড়াছড়ি!
চারিদিকে নিষিদ্ধ পানীয়ের বোতল!
প্রেগন্যান্সি পিলের পাতা!
এটা কি শিক্ষা প্রতিষ্ঠানের নমুনা?
নাকি কারো ব্যক্তিগত বেডরুম?
রেগে কাঁই রাজন্যা হালদার!
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশৃঙ্খলা দমন করতে মাঠে নামলেন তৃণমূলের রাজন্যা হালদার। ২১ এর মঞ্চে যেমন দাপট দেখিয়েছিলেন, তার থেকেও ভয়ংকর রুপ ধারণ করলেন যাদবপুরের ময়দানে। ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রাজন্যার হাতে। দায়িত্ব তুলে দিয়েছেন খোদ মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি। দায়িত্ব পেতে না পেতেই বাঘিনীর মতন গর্জে উঠেছেন রাজন্যা। যাদবপুর ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে ঘটে চলা বেনিয়মের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। এত বড় বিশ্ববিদ্যালয় হয়েও কেন নেই সিসিটিভি? নিরাপত্তা ব্যবস্থা কেন জোরদার নয়? প্রশ্ন তুলেছেন রাজন্যা! সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবিতেও যাদবপুর ক্যাম্পাসে দেখা যায় তাঁকে।
এবার যাদবপুরের অসুস্থ পরিবেশ নিয়েও ক্ষোভ উগড়ে দিলেন রাজন্যা। এক সংবাদ মাধ্যমে জানালানে নিজের প্রতিক্রিয়া। একেবারে চোখা চোখা মন্তব্যে ঝাঁলিয়েছেন মনের কথা। কিছুদিন আগেই সংবাদ মাধ্যমের হাত ধরে সামনে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনের বেশকিছু আপত্তিকর ছবি। যেখানে দেখা যায়, যাদবপুরের প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিষিদ্ধ দ্রব্যের প্যাকেট, নিষিদ্ধ পানীয়ের বোতল, জন্মনিধোরক পিলের পাতা, কনডমের প্যাকেট। শিক্ষা প্রতিষ্ঠানের মতন জায়গায় এই ধরনের দ্রব্যের ছড়াছড়ি, একেবারেই কাঙ্খিত নয়। শিক্ষা প্রতিষ্ঠান মন্দিরের সমান একটি জায়গা। এখানে পড়ুয়ারা শিক্ষা অর্জনের জন্য আসেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যাদবপুরের চিত্র পট শিক্ষা ব্যবস্থায় যেন কলঙ্ক লেপে দিয়েছে। এই নিয়েই গর্জে উঠেছেন রাজন্যা হালদার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দৃশ্য দূষণ দেখে তার প্রশ্ন, যাদবপুর বিশ্ববিদ্যালয় কি বেডরুম নাকি সেখান থেকে কন্ডোম-নিষিদ্ধ পানীয়ের বোতল উদ্ধার হচ্ছে? তিনি সাফ জানিয়েছেন, স্বনামধন্য এই বিশ্ববিদ্যালয় চত্বরে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনাই তাঁর লক্ষ্য। যেহেতু এবার তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্বের মধ্যে তার প্রধান কাজ যাদবপুর ক্যাম্পাসের অচলাবস্থার অবসান করা। একই সাথে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়য়ের পরিবেশ রক্ষায় সিসিটিভি বসিয়ে ছাড়বেন।
Leave a Reply