প্রধানমন্ত্রী হিসেবে এই মুহূর্তে কাকে চাইছেন জনতা? মোদী, মমতা নাকি রাহুল? ২০২৩ সালের লেটেস্ট সমীক্ষায় চাঞ্চল্যকর রিপোর্ট!

প্রধানমন্ত্রী হিসেবে এই মুহূর্তে কাকে চাইছেন জনতা? মোদী, মমতা নাকি রাহুল? ২০২৩ সালের লেটেস্ট সমীক্ষায় চাঞ্চল্যকর রিপোর্ট!

প্রধানমন্ত্রী হিসেবে এই মুহূর্তে
কাকে চাইছেন জনতা?
মোদী, মমতা নাকি রাহুল?

কে পাবে দিল্লীর শাসনভার?
কার দখলে যাবে শাসকের কুর্সি?

জনপ্রিয়তায় এগিয়ে আছে কে?
কে করবে বাজিমাত?

২০২৩ সালের লেটেস্ট সমীক্ষায়
চাঞ্চল্যকর রিপোর্ট!
দেখুন কে হবে ২০২৪ এর প্রধানমন্ত্রী

সামনেই লোকসভার ভোট। হাতে সময় বড্ড কম। শাসক থেকে বিরোধী শিবির প্রত্যেকেই ভোটের ময়দান কাঁপাতে প্রস্তুত। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, জনতা কার হাতে শাসন ভার দিতে চাইছে? মোদীর বিরুদ্ধে কাকে চাইছেন তারা? মমতা নাকি রাহুল নাকি প্রিয়াঙ্কা? এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে রাজনীতির আঙ্গিনায়। এই উত্তর জানতেই সমীক্ষা চালিয়েছে, এবিপি নিউজ এবং সি ভোটার সংস্থা। সমীক্ষায় অংশ নিয়েছেন ৭ হাজার ৬৭৯ জন। তাদের কাছ থেকেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। বিশেষ পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতার অবস্থান দেখলে আঁতকে উঠবেন। এক নজরে দেখুন, জনতার রায়ে প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে রইল কে –

নরেন্দ্র মোদীঃ- প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন নরেন্দ্র মোদী। জনতার রায়ে মোদী পেয়েছেন ৬২ শতাংশ ভোট। এই সমীক্ষা থেকে বোঝাই যাচ্ছে মোদীর পাল্লা ভারী। সকলের চোখে এখনও মোদীই সেরা। দেশ নায়ক হিসেবে মোদীই ভরসা।

রাহুল গান্ধীঃ- জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বিচারে রাহুল গান্ধী পেয়েছেন মাত্র ২০ শতাংশ ভোট। যা মোদীর ধারে কাছে নেই।

অরবিন্দ কেজরিওয়াল- রাহুলের পরেই রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি পেয়েছেন মাত্র ৬ শতাংশ ভোট।

যোগী আদিত্যনাথ-মোদীকে টক্কর দিতে পারেননি যোগী। তিনিও পেয়েছেন মাত্র ৩ শতাংশ ভোট।

মমতা ব্যানার্জি- এদের কারোরই ধারে কাছে ঘেঁষতে পারেননি মমতা। এই সমীক্ষায় অবশিষ্ট ৯ শতাংশ ভোটের মধ্যেই রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী কিংবা বিরোধী মুখ কোনওটাতেই ঠাঁই পাননি তিনি। মুখ্যমন্ত্রীর মতন একই অবস্থানে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *