বিলাসবহুল হোটেল

পৃথিবীর মানচিত্রে বরাবরই চর্চায় থেকেছে ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য, কিংবা সমৃদ্ধির মতো বিষয়গুলি। যা তথাকথিত অনেক উন্নত দেশের তুলনায় অনেক বেশি প্রশংসনীয়। তাই এশিয়ার সবচেয়ে বড় বস্তি যেমন এদেশে আছে, তেমনই এই ভারতের বুকেই মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে একাধিক বিলাসবহুল রাজকীয় হোটেল।

এই অভিজাত হোটেলগুলির অন্দরমহলে চাকচিক্য দেখলেই চোখ ধাঁধিয়ে যাবে যে কারও। তাই জীবনে অন্তত একবার রাজকীয় জীবন কাটাতে হলে অন্তত একবার এই হোটেল গুলিতে যেতেই হয়। তাই মোটা টাকা খরচ হলেও অন্তত একবারের জন্য ভিআইপি হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না আপনিও! আসুন দেখে নেওয়া যাক ভারতের এই দামি এবং বিলাসবহুল হোটেলগুলির তালিকা

তাজমহল প্যালেস, মুম্বই

আমাদের দেশের বিখ্যাত ভিআইপি হোটেল গুলির মধ্যে অন্যতম হল গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে থাকা তাজ হোটেল। এটিই ভারতের প্রথম ৫ তারা হোটেল। যা মুরিশ, ওরিয়েন্টাল এবং ফ্লোরেনটাইন শৈলীতে নির্মিত হয়েছে। এই হোটেলে রয়েছে ২৮৫টি রুম এবং স্যুট। এটি ১৯০৩ সাল থেকে সারা বিশ্বের রাজপরিবারের সদস্য এবং সেলিব্রিটিদের আপ্যায়ন করে চলেছে এই তাজ হোটেল। ২০০৮ সালে এই হোটেলেই জঙ্গি হামলা হয়েছিল। তারপর কিছুদিন বন্ধ থাকার পর ২০১০ সালে আবার এই তাজ হোটেল চালু করা হয়।

ওবেরয় উদয়ভিলাস, উদয়পুর

যুগ যুগ ধরেই আমাদের পুরোনো ঐতিহ্যের স্বাক্ষর বহন করে চলেছে রাজস্থান। এখনকার  পিচোলা হ্রদের তীরে অবস্থিত, ওবেরয় উদয়ভিলাস রিসোর্টটি ৩০ একর এলাকা জুড়ে বিস্তৃত।  এখানকার বিস্ময়কর স্থাপত্যের সুন্দর বাগান এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য নিমেষে দূর করে দেয় সমস্ত ক্লান্তি। রাজ প্রাসাদের মতো  এই হোটেলটি রাজস্থানী সংস্কৃতির প্রতীক। অতিথি সমাগমের নিরিখে ২০১৫ সালে এটি  বিশ্বের সেরা হোটেলের তালিকায় নাম লিখিয়েছিল।

রামবাগ প্যালেস, জয়পুর

জয়পুর’ ভারতের গোলাপি শহর বলা হয়। রাজস্থানের এই সুন্দর শহরেই রয়েছে রামবাগ প্রাসাদ। একসময় এটাই  ছিল জয়পুরের মহারাজার বাড়ি। তাই সেই পুরনো ঐতিহ্যকে বজায় রেখেই এই  রামবাগ প্যালেসে  থাকতে আসা অতিথিদের জন্য রাজা মহারাজাদের মতো পরিষেবা দেওয়া হয়। এই রাজপ্রাসাদটি তার দুর্দান্ত স্থাপত্য, এবং পুরোনো ইতিহাসের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।জানা যায় এখানে এক রাত থাকার ভাড়া ২৪ হাজার থেকে ৪ লক্ষ টাকা।

উমেদ ভবন প্রাসাদ, জোধপুর

তালিকায় রয়েছে রাজস্থানের জোধপুরও। এখানকার উমেদ ভবন প্রাসাদও রাজকীয় যাদব কায়দার দিক দিয়ে কোনো অংশে পিছিয়ে নেই। এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম বাড়ি। একবারের জন্য রাজা মহারাজার হওয়ার অনুভূতি উপলব্ধি করতে হলে এই রাজকীয় হোটেলে অন্তত একবার আসতেই হবে। এখানে ৭০টি আর্ট ডেকোর স্যুট রয়েছে। এর একটি অংশ এখনও তাজ হোটেল দ্বারা পরিচালিত হয়। রাজপরিবার এখনও এই প্রাসাদের একটা অংশে বসবাস করে। জানা যায় এই প্রাসাদে একদিনের থাকার ভাড়া ২১ হাজার থেকে সর্বোচ্চ ৪ লক্ষ টাকা। এই প্রাসাদটি তৈরি হয়েছিল মহারাজা উমেদ সিং-এর  আমলে।

তাজ লেক প্যালেস, উদয়পুর

রাজস্থানের রাজকীয় জায়গার থেকে কোনো অংশে কম নয় উদয়পুর। এখানকার এমনই একটি রাজকীয় হোটেল হল হল তাজ প্যালেস। পাহাড়ি এলাকায় অবস্থিত এই হোটেলের এক রাতের ভাড়া ১৭ হাজার টাকা।  উদয়পুরের প্রাণকেন্দ্রে পিচোলা হ্রদের মাঝখানে অবস্থিত এই ভাসমান প্রাসাদ।  সাদা মার্বেল দিয়ে তৈরি রাজপ্রাসাদের মতো এই হোটেলের মূল আকর্ষণ বিলাসবহুল কক্ষ এবং রাজকীয় পরিবেশ। যা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুতে আসেন দেশি-বিদেশি বহু পর্যটক।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *