চন্দ্রযান ২, ৩ কিছুই নয়! ভারতের প্রথম অহংকার ও গর্ব চন্দ্রযান ১, দেখুন চন্দ্রযান ৩ এর
৫টি গুরুত্বপূর্ণ অবদান
চন্দ্রযান ২, ৩ কিছুই নয়
ভারতের প্রথম অহংকার ও গর্ব
চন্দ্রযান ১!
রাশিয়া, চিন, আমেরিকাকেও
টেক্কা দিয়েছিল চন্দ্রযান ১!
অসাধ্যকে করেছিল সাধ্য!
চাঁদ সম্পর্কে এমন এমন তথ্য দিয়েছিল
যা আর কেউ দিতে পারেনি!
দেখুন চন্দ্রযান ৩ এর
৫টি গুরুত্বপূর্ণ অবদান
গোটা দেশ যখন চন্দ্রযান ৩ কে নিয়ে ব্যস্ত, ঠিক তখনই আলোচনায় উঠে এলো চন্দ্রযান ১। অনেকেই ভুলে গেছেন ভারতের প্রথম চন্দ্রযানটিকে। কিন্তু চন্দ্রযান ১ কে সহজে ভোলা যাবে না। ভোলা সম্ভবও নয়। আজকেই জানাব তার কারণ। অনেকের কাছেই ধারণা চন্দ্রযান ১ অসফল হয়েছিল। মিশন সাকসেসফুল করতে পারেনি। আজ তাদের জানাব চন্দ্রযান ১ সম্পর্কে বেশকিছু অজানা কাহিনী। যা শুনলে অবাক তো হবেন একই সাথে গর্বিত হবেন। আসলে চন্দ্রযান ১ ব্যর্থ হয়েই জিতে গিয়েছিল। অর্থাৎ যাকে বলে হেরে গিয়েই রাজা হওয়া। হ্যাঁ একদমই তাই। চন্দ্রযান ১ ভারত তথা গোটা বিশ্বের অনেক বড় গর্ব। চন্দ্রযান ১, চাঁদ সম্পর্কে এমন এমন তথ্য দিয়েছে যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ভারতের চন্দ্রযান ১ যা করে দেখিয়েছে, তা রাশিয়া, চিন, আমেরিকার চন্দ্রযানও পারেনি।
এক নজরের দেখুন চন্দ্রযান ১ এর অবদানগুলো কি কিঃ
এক, ভারতের চন্দ্রযান ১ সবার প্রথম জানিয়েছিল চাঁদে জল আছে। চন্দ্রযান ১ এর উদ্দেশ্যই চাঁদে জলের অস্তিত্ব যাচাই করা। তবে ভারতের আগে নাসা জানিয়েছিল, চাঁদে জলের অস্তিত্ব থাকার সম্ভাবনার কথা। নাসার সেই অনুমানকে প্রমাণ করে চন্দ্রযান ১।
দুই, চন্দ্রযান ১ জলের সাথে সাথে চাঁদে বরফ থাকার কথাও সামনে নিয়ে আসে।
তিন, চন্দ্রযান ১ এর হাত ধরে ইসরোর কাছে ছবি পৌঁছে যায়, চাঁদে থাকা বেশ কিছু গহ্বর ও খনিজের ছবি।
চার, চন্দ্রযান ১ এর সাহায্যে ইসরোর বিজ্ঞানীরা জানতে পারে, চাঁদে লোহা, জল আর অক্সিজেন মিশে গিয়ে মরচে ধরতে শুরু করেছে। কোটি কোটি বছর ধরে এই মরচে পড়ছে।
পাঁচ, ভারতের চন্দ্রযান ১ প্রথম চাঁদে থাকা অদ্ভুত কিছু উপাদানের খোঁজ দেয়।
সর্বপরি চন্দ্রযান ১ চাঁদ সম্পর্কে এমন এমন তথ্য দিয়েছে, যা গোটা বিশ্বের মহাকাশ সংস্থাগুলোকে নানা রকম দরজা খুলে দিয়েছে। তাই নিঃসন্দেহে বলা যায় চন্দ্রযান ১ ভারতের গর্ব ও অহংকার।
Leave a Reply