যাদবপুর পড়ুয়া কাণ্ডে আটক আরও বড় নাটের গুরু! হস্টেলে পুলিশকে ঢুকতে বাধা, মেইন গেটে তালা, প্রাক্তনীর কাণ্ডে শোরগোল
যাদবপুর পড়ুয়া কাণ্ডে
আটক আরও বড় নাটের গুরু!
পুলিশের ঢেরায়
আরেক প্রাক্তনী!
হস্টেলে পুলিশকে ঢুকতে বাধা
মেইন গেটে তালা!
প্রাক্তনীর কাণ্ডে রহস্যের গন্ধ!
তবে কি প্রমাণ লোপাটের চেষ্টা?
কি নাম ওই প্রাক্তনীর?
যাদবপুরের পড়ুয়া কাণ্ডে বেরিয়ে আসছে, একের পর এক বিস্ফোরক তথ্য। ইতিমধ্যে গ্রেফতার ৬ জনেরও বেশি পড়ুয়া। এখানেই শেষ নয়, এবার পুলিশের হাতে আটক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরও এক পড়ুয়া। নাম জয়দীপ ঘোষ। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা। বর্তমানে এই পড়ুয়া, যাদবপুরের ছাত্র নয়, পড়াশুনোর পাঠ চুকিয়ে এখন সে যাদবপুরের প্রাক্তনী। এই পড়ুয়াকে নাটের গুরু মনে করছে তদন্ত আধিকারিকেরা। কারণ এই পড়ুয়ার বিরুদ্ধে উঠছে মারাত্মক কিছু অভিযোগ। বিশেষ করে, সেদিন রাতে, যে দিন যাদবপুরের বয়েজ হস্টেলে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। রহস্যজনক ভাবে প্রাণ হারায় এক নাবালক ছাত্র। সেদিন জয়দীপ ঘোষ নামক এই প্রাক্তনীর বেশ কিছু কাণ্ড ভাবিয়ে তুলেছে পুলিশকে।
সেদিন ঠিক কি করেছিল যাদবপুরের প্রাক্তনী জয়দীপ ঘোষ?
যাদবপুরে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার দিন ঘটনাস্থলে ছিল জয়দীপ ঘোষ নামক এই প্রাক্তনী। মর্মান্তিক দুর্ঘটনাটি যখন ঘটে, সেই সময় পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেয় এই পড়ুয়া। শুধু তাই নয়, মেন হস্টেলের গেট বন্ধ দিতে বলে গেটম্যানদের। এখানেই ঘনাচ্ছে রহস্য। সেদিন এত বড় বিপদ ঘটে যাওয়ার পর, সেখানে পুলিশের ভূমিকা অনেক গুরুত্ব পূর্ণ, সেখানে পুলিশকে ঢুকতে কেন বাধা দিল এই পড়ুয়া? এই নিয়েই ধোঁয়াশায় পড়েছে পুলিশ। জয়দীপের এহেন আচরনের পিছনে কি কারণ থাকতে পারে জানতে মরিয়া তদন্ত আধিকারিকেরা। এই সমস্ত জল্পনার অবসান ঘটাতে, জয়দীপকে আটক করে আলাদা করে জিজ্ঞাসা বাদ শুরু করেছে তদন্তকারী দল। জয়দীপের গ্রেফতারিতে ভেঙে পড়েছে তার গোটা পরিবার।
Leave a Reply