চন্দ্রযান ৩ ব্যর্থ হলে মারাত্মক ৫টি ক্ষতি হবে ভারতের! সুদে, আসলেও মেটানো কঠিন হবে ক্ষতির পরিমাণ
চন্দ্রযান ৩ ব্যর্থ হলে
মারাত্মক ৫টি ক্ষতি হবে ভারতের!
ভয়ংকর লোকসান হবে
নরেন্দ্র মোদীর!
আর্থিক দিক থেকে খাবে
বীভৎস ধাক্কা!
সুদে, আসলেও মেটানো
কঠিন হবে ক্ষতির পরিমাণ!
মোট কত টাকা জলে যাবে জানেন?
কি কি ক্ষতি হবে ভারতের?
চারিদিকে আলোচনার মধ্যমণি চন্দ্রযান ৩। দেশ থেকে বিদেশ সর্বত্র চন্দ্রযান ৩ এর গল্প। হবে নাই বা কেন? এই প্রথম বিশাল বড় অসাধ্যকে সাধ্য করার পথে ছুটেছে ভারতের চন্দ্রযান। চাঁদের দক্ষিণ মেরুতে পদার্পণ করতে চলেছে দেশ। এখনও পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি চাঁদের এই অংশে। সব কিছু ঠিকঠাক থাকলে, আর কিছু সময়ের মধ্যে চাঁদের গায়ে দাগ কাটবে ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে উড়বে তেরঙ্গা কেতান। কিন্তু কি হবে যদি এই মিশন ফেইলড হয়ে যায়। ভেবে দেখেছেন, চন্দ্রযান ৩ ব্যর্থ হলে ভারতের কত টাকার লোকসান হবে! চন্দ্রযান ৩ অসফল হলে ইসরোর কি পরিমাণ ক্ষতি হবে তা আপনার কল্পনারও বাইরে। এক নজরে দেখুন ভারতের কি কি ক্ষতি হতে পারে-
এক,
চন্দ্রযান-৩ এর বাজেট ৬১৫ কোটি টাকা। একেবারেই অল্প স্বল্প বাজেট নয়। তবে হ্যাঁ অন্যান্য দেশের চন্দ্রযানের তুলনায় এই বাজেট অনেক কম। কিন্তু কম হলেও এমনটা নয় যে, চন্দ্রযান ৩ মিশনটি ফেইল হলে ভারতের কিছুই যায় আসবে না। অবশ্যই এই মিশন ব্যর্থ ভারতের গায়ে আঁচ লাগবে। সবার প্রথমত, চন্দ্রযান ৩ এর জন্য ব্যয় করা অর্থ জনগণের। জনগণের ট্যাক্সের টাকায় এই মিশন হচ্ছে। সেই সাথে রয়েছে বড় বড় লগ্নি। যদি কোনও ভাবে এই মিশন ব্যর্থ হয়, তাহলে সমস্ত অর্থ জলাঞ্জলি যাব।
দুই,
অর্থের সাথে সাথে ভেঙে যাবে, বিজ্ঞানীদের সমস্ত স্বপ্ন। ভেঙে চুরমার হবে বহু আশা।
তিন,
চন্দ্রযান ৩ বিফলে গেলে সবচেয়ে যে জায়গায় ক্ষতি হবে, সেটি হল, গবেষণার জায়গা। কীভাবে জানেন? চন্দ্রযান ৩ এর উপর সফলতার উপর নির্ভর করে আছে চাঁদকে কেন্দ্র করে সম্পর্কের ভারতের অন্যন্য অভিযানগুলো। চন্দ্রযান ৩ সফল হলে ভারতের হাতে অনেক তথ্য উঠে আসবে। সেগুলো দিয়ে ভারত ভবিষ্যতে অনেক উদ্যোগ ও পদক্ষেপ করতে পারবে। কিন্তু চন্দ্রযান ৩ বিফলে গেলে এগুলো সব ভেস্তে যাবে।
চার,
চন্দ্রযান ৩ কার্যকরী না হলে, চাঁদের দক্ষিণ মেরু জয়ের খেতাব হাতছাড়া হবে ভারতের।
পাঁচ,
আর সবশেষে চন্দ্রযান ৩ ফেইলড হলে ভারতের মনোবল ভেঙে যাবে। কারণ এর আগেও দুবার চন্দ্রভিযানে ব্যর্থ ভারত। ৩য় বারেও একই কেস হলে স্বাভাবিকভাবেই মুষড়ে পড়বে ভারতের মহাকাশ সংস্থা।
Leave a Reply