লোকসভা নির্বাচন

গোটা দেশের শাসক-বিরোধী রাজনৈতিক দলগুলির পাখির চোখ এখন ২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচন। নরেন্দ্র মোদির বিজেপি সরকারকে কড়া টক্কর দিতে প্রতিনিয়ত সুর চড়াচ্ছে ২৬ টি বিরোধী রাজনৈতিক দল নিয়ে গঠিত ‘ইন্ডিয়া’ জোট। যদিও নরেন্দ্র মোদির গেরুয়া শিবিরও যে কোনো অংশে কম নয় তা বোঝাতেই স্বাধীনতা দিবসের সকালেই লালকেল্লায় দাঁড়িয়েই হুঙ্কার দিয়েছিলেন খোদ ‘নামো’। তাই বলাই বাহুল্য প্রধানমন্ত্রীর সিংহাসন দখলের এই লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। তাই বিরোধীদের  ধরাশয়ী করতে এখন থেকেই ঘুঁটি সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন দু’পক্ষই। তবে এবারের লোকসভা ভোটে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রণক্ষেত্র হয়ে উঠতে চলেছে পশ্চিমবঙ্গ।

এই অবস্থায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে বেশ কিছু প্রশ্ন। সকলেই জানতে চাইছেন পশ্চিমবঙ্গে কটা আসন পেতে পারে বিজেপি? সেই সাথে প্রশ্ন উঠছে যদি এই মুহূর্তে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে জয়ী হবে কোন রাজনৈতিক দল? কোন রাজ্যে কেমন ফল করবে দুই শিবির? ইতিমধ্যেই এই বিষয়ে একটি সমীক্ষা  প্রকাশ্যে এনেছে সাইন্স নাউ ইটিভির ইটিজি সারভেটে উঠে এসেছে এমনই নতুন তথ্য পশ্চিমবঙ্গের বিজেপির আসন সংখ্যা অনুযায়ী আজকের ‘দ্য টাইমস নাও ইটিজি।’

এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে বাংলার ফলাফল 

এই সমীক্ষায় দাবি করা হয়েছে এখনই যদি পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন হয় তাহলে গতবারের মতো এবারও একই জায়গায় থাকবে কেন্দ্রের বিজেপি সরকার।  সমীক্ষার রিপোর্টে যে ছবিটা প্রকাশ্যে এসেছে তা দেখে জানা যাচ্ছে  বাংলায় মোট ৪২ টি লোকসভা আসনের মধ্যে বিজেপির পাবে ১৬ থেকে ১৮ টি আসন। যা নিঃসন্দেহে বাংলার তৃণমূল কংগ্রেসের জন্য বেশ চিন্তার। এছাড়া জানা যাচ্ছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট বাংলায় ২৩ থেকে ২৭টি আসন জিততে পারে।

অন্যান্য রাজ্যের ফলাফল :

‘দ্য টাইমস নাও ইটিজি’র  সমীক্ষা বলছে এখনই লোকসভা নির্বাচন হলে পড়শি রাজ্য ঝাড়খণ্ডে এনডিএ পেতে পারে ১০ থেকে ১২টি আসন। আর ইন্ডিয়া জোট জিততে পারে মাত্র ২ থেকে ৪টি  আসন। ওড়িশায় বিজেপির দখলে থাকতে পারে ১২ থেকে ১৪টি আসন। অন্যদিকে মোদী ম্যাজিক অব্যাহত থাকছে হিন্দি বলয়ে। সার্ভে অনুযায়ী, গুজরাট, মধ্যপ্রদেশ এবং রাজস্থান থেকে ৭০ থেকে ৮০টি আসন পেতে পারে গেরুয়া শিবির।

তবে সমীক্ষার ফলাফল অনুযায়ী, দক্ষিণের তিন রাজ্য কর্নাটক, তামিলনাডু এবং কেরালা আস্থা রাখছে নবগঠিত ‘ইন্ডিয়া’ জোটের ওপর। এছাড়া মহারাষ্ট্র এবং বিহারের মতো রাজ্যেও এনডিএ -কে কড়া  টক্কর দেবে ইন্ডিয়া।

গেরুয়া শিবিরের দাপট :

প্রকাশ্যে আসা সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এখনই এই নির্বাচন হলেও সারা দেশে অব্যাহত থাকবে মোদী ম্যাজিক। এবারও ম্যাজিক ফিগার পার করেই বিজেপি সরকারের ঝুলিতে উঠতে পারে ২৯৬ থেকে ৩২৬টি আসন। তবে আসন সংখ্যা কমলে এবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বিজেপিও।

ধরাশায়ী বিরোধীরা : 

অন্যদিকে টাইমস নাও ইটিজি-র সমীক্ষা অনুযায়ী  বিরোধী দলগুলি নিয়ে তৈরী ইন্ডিয়া জোট পাবে মাত্র ১৬০ থেকে ১৯০টি আসন।তাই এই সমীক্ষা অনুযায়ী বোঝাই যাচ্ছে বিরোধী জোট ইন্ডিয়া যতই সুর চড়াক না কেন এবারও ক্ষমতায় থাকছে নরেন্দ্র মোদির  বিজেপি সরকার।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *