চন্দ্রযান অতীত! এবার মহাকাশে মানুষ পাঠাবে ISRO, ছুঁয়ে দেখবে আকাশ, গ্রহ, নক্ষত্র, তারা , দিনক্ষণ জানালেন ইসরো
চন্দ্রযান অতীত!
এবার মহাকাশে মানুষ পাঠাবে ISRO!
ছুঁয়ে দেখবে আকাশ
হাতের নাগালে পাবে
গ্রহ, নক্ষত্র, তারা!
রাশিয়া, চিন, আমেরিকাকে
টেক্কা দেবে ইণ্ডিয়া!
কবে, কীভাবে
মহাকাশে মানুষ পাঠাবে ভারত?
দিনক্ষণ জানালেন ইসরো
দেশজুড়ে হৈ চৈ ফেলেছে চন্দ্রযান ৩। কখন চাঁদের পাড়ায় নামবে ভারতের এই চন্দ্রযান সেই দিকেই তাকিয়ে গোটা দেশ। চন্দ্রযান ৩ এর শোরগোলের মাঝেই আরও বড় মিশনের পথে ইসরো। চাঁদের পর এবার মহাকাশে মানুষ পাঠাবে ভারতীয় মহাকাশ সংস্থা। ইসরোর তরফে আগেই জানানো এই মিশনের কথা। আসন্ন এই মিশনটির নাম গগনযান। এটি ইসরোর অন্যতম বড় একটি প্রজেক্ট। এই প্রজেক্টের সাহায্যে প্রথমবার মহাকাশে মানুষ অর্থাৎ নভশ্চর পাঠাবে ভারত। মহাকাশে মানুষ পাঠিয়েছে কেবল ৩টি দেশ। আমেরিকা, চিন, রাশিয়া। ভারতের এই মিশনটি সফল হলে, আমেরিকা, চিন, রাশিয়ার পরেই জুড়বে ভারতের নাম।
এই গগনযান মিশনের লক্ষ্য কি?
গগনযান মিশনের লক্ষ্য হল মহাকাশের লো আর্থ অরবিটে মানুষ অর্থাৎ নভশ্চরদের পাঠানো। ভারতে তৈরি মহাকাশযানে করেই এই লো আর্থ অরবিটে যাবেন ভারতের নভশ্চরা। আবার ফিরেও আসবেন পৃথিবীতে। নভশ্চরদের শুধুমাত্র মহাকাশে পাঠানো নয়, সুস্থভাবে পৃথিবীতে ফিরিয়ে আনার উপরেও অধিক জোর দিচ্ছে ইসরো। চন্দ্রযান ৩ এর পর, ইসরো যে মহাকাশেও যেতে পারে সেটাই প্রমাণ করতে মরিয়া ভারত।
কীভাবে সম্পন্ন হবে এই মিশন?
এই মিশনের জন্য চারজন ভারতীয় নভশ্চরকে বেছে নেওয়া হয়েছে। রাশিয়াতে এদেরকে ট্রেন করানো হয়েছে। এই ৪ নভশ্চরকে বিশেষ মহাকাশ যানে করে মহাকাশে পাঠানো হবে। এরপর নির্ধারিত সময় অনুযায়ী ফিরিয়ে আনা হবে। তবে এই মিশন কতটা সফল হবে তা যাচাই করতে, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চালাবে ইসরো। সেই সমস্ত পরীক্ষা নিরিক্ষার উপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসরো। ২০২৩ সালের শেষের দিকে এই পরীক্ষা হতে পারে বলে জানা যাচ্ছে। একবার এই মিশন সফল হলে, নিঃসন্দেহে ভারতের নামে জয়জয়কার শুরু হবে। তৃতীয় বিশ্বের দেশ হিসেবে এক অনন্য নজির গড়বে ভারত। রাশিয়া, আমেরিকা, চিনের সাথেই এক সারিতে বসবে ভারত। বিষয়টি যে ভারতীয়দের জন্য আনন্দের ও গর্বের হবে তা বলাই বাহুল্য।
Leave a Reply