বলিউড

নিজেদের সাবলীল অভিনয় গুণেই বলিউড ইন্ডাস্ট্রিতে রাজ করছেন সুন্দরী বিদেশিনীরা। অভিনয়ের জন্য ইতিমধ্যে অনেকেই রপ্ত করেছেন হিন্দি ভাষাটাও। তবে জানলে অবাক হবেন বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেত্রী আছেন যাঁরা আদতে ভারতীয় না হলেও রীতিমতো রাজ করছেন বলিউড ইন্ডাস্ট্রিতে। বলিউডে এমন একাধিক সেলিব্রিটি অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যাঁরাহিন্দি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেলেও তাঁদের রয়েছে বিদেশী নাগরিকত্ব।এক নজরে দেখে নেওয়া যাক ভারতের সেই সমস্ত বলিউড তারকাদের তালিকা যাঁরা আদতে ভারতীয় নন।

দীপিকা পাড়ুকোন: জানলে হয়তো অনেকেই অবাক হবেন এই তালিকার প্রথমেই রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।   দীপিকাকে দেখে আদ্যোপান্ত ভারতীয় বলে মনে হলেও আদতে তার জন্ম হয়েছিল ডেনমার্কে। সেই কারণে তার ড্যানিশ নাগরিকত্বও রয়েছে। যদিও পরবর্তীতে তিনি বড় হয়ে ওঠেন ভারতের বেঙ্গালুরুতেই।

আলিয়া ভাট: এই তালিকার পরের নামটাই হল বলিউডের গাঙ্গু বাই অভিনেত্রী আলিয়া ভাটের।  কাপুর পরিবারের এই পুত্রবধূ এই মুহূর্তে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেও তাঁর কাছে নেই ভারতের নাগরিকত্ব। তবে আলিয়ার কাছে রয়েছে ব্রিটিশ নাগরিকত্ব।

ক্যাটরিনা কাইফ: ভারতে এসে জাঁকিয়ে বসা বিদেশি অভিনেত্রীদের তালিকায় বিশেষ নাম ডাক রয়েছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। অভিনেত্রীর বাবা আদতে কাশ্মীরের বাসিন্দা  ছিলেন। তবে তিনি জন্মগ্রহণ করেছিলেন হংকং-য়ে।  মায়ের শিকড় থেকেই অভিনেত্রীর  রয়েছে ব্রিটিশ নাগরিকত্ব।

কল্কি কোয়েচিলিন:  নিঁখুত অভিনয় গুণেই বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কল্কি কোয়েচিলিন। কিন্তু তিনি আদতে ভারতীয় নাগরিক নন। কল্কির জন্ম হয়েছিল ভারতের পুদুচেরিতে। আবার তার শৈশবের একটা বড় অংশ কেটেছিল শ্রী অরোভিলে। কল্কির বাবা মা ফরাসি তাই তাঁর কাছে রয়েছে ফরাসি পাসপোর্ট।

জ্যাকলিন ফার্নান্ডেজ: বলিউডের জনপ্রিয় অভিনেত্রীম জ্যাকলিন ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলংকার শিরোপা পেয়েছিলেন। যদিও এখন তিনি ভারতীয়দের কাছে অত্যন্ত পছন্দের  একজন অভিনেত্রী। তবে এখনও  পর্যন্ত জ্যাকলিন ভারতের নাগরিকত্ব লাভ করতে পারেননি। কারণ জ্যাকলিন আজও শ্রীলংকারী নাগরিক। তবে তিনি জন্মগ্রহণ করেছিলেন বাহারিনে।

সানি লিওন:  আদতে ভারতের জন্মগ্রহণ করলেও তাঁর  কাছে রয়েছে বিদেশের  নাগরিকত্ব। কানাডার পাশাপাশি এই অভিনেত্রীর কাছে রয়েছে আমেরিকার নাগরিকত্বও। বলিউডে কাজ করার আগে তিনি তার স্বামীর সঙ্গে আমেরিকাতেই থাকতেন। তাই এই অভিনেত্রী  একজন কানাডিয়ান আমেরিকান নাগরিক।

নোরা ফাতেহি: নোরা ফাতেহি মানেই এখনকার বলিউড সিনেমার আইটেম সং-এর পরিচিত মুখ। তাঁর লাস্যময়ী রূপ আর নাচের জাদুতেই বুঁদ গোটা দেশ। কিন্তু আদতে তিনিও ভারতীয় নাগরিক নন। তাঁর জন্ম এবং বেড়ে ওঠা কানাডায়। তাই তাঁর কাছে কানাডার নাগরিকত্ব আছে।

নারগিস ফাকরি: বলিউডে ‘রকস্টার’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করলেও নারগিস ছিলেন  আমেরিকার জনপ্রিয় মডেল। তাই তাঁর কাছে রয়েছে আমেরিকার নাগরিকত্ব। তবে জন্মসূত্রে অভিনেত্রীর বাবা পাকিস্তানি মা চেক প্রজাতন্ত্রের বাসিন্দা। নার্গিসের কাছে রয়েছে মার্কিনী নাগরিকত্বও।

এভলিন শর্মা: বলিউডেরপ্রথম সারির  অভিনেত্রীদের তালিকায় নাম না থাকলেও এই ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত পরিচিত মুখ এভলিন। বর্তমানে তিনি রয়েছেন সান ফ্রান্সিস্কোতে। ‘ফ্রম সিডনি উইথ লাভ’ ছবির মধ্য দিয়ে বলিউডের আত্মপ্রকাশ হয়েছিল তাঁর। অভিনেত্রীর  বাবা জন্মসূত্রে  পাঞ্জাবী।

 

অক্ষয় কুমার: এই তালিকার নাম এতদিন পর্যন্তও নাম ছিল বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারেরও। কিন্তু একসময় পরপর তাঁর ১৫ টি সিনেমা ফ্লপ করায় তিনি নিয়েছিলেন  কানাডার নাগরিকত্ব। যদিও অতি সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসের আগেই তাঁর হাতে এসে পৌঁছেছে ভারতের নাগরিকত্ব।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *