জানেন লুনা ২৫ এর কারণে কত টাকার ক্ষতি হল পুতিনের? লুনা ২৫ এর ক্ষতির অঙ্কে
কেন যাবে বড় বড় শহর
জানেন লুনা ২৫ এর কারণে
কত টাকার ক্ষতি হল পুতিনের?
বিরাট অঙ্কের ধাক্কা খেল রাশিয়া
জলে গেল ১৩ বছরের সাধনা
মার গেল কোটি কোটি টাকার লগ্নি
নষ্ট হল জনগণের ট্যাক্স
ধবংস হল চাঁদ ছোঁয়ার স্বপ্ন
লুনা ২৫ এর ক্ষতির অঙ্কে
কেন যাবে বড় বড় শহর!
জানেন মোট টাকার
ক্ষতি হল রাশিয়ার?
ভারতের চন্দ্রযান ৩ কে হারাতে গিয়ে মুখ পুড়েছে রাশিয়ার। পুতিনের মুখে রীতিমত চুনকালি।
শুধুমাত্র ভারতের আগে চাঁদের দক্ষিণ মেরু ছোঁয়ার লোভেই নিজেদের পুরো মিশন চুরমার করেছে রাশিয়া। চন্দ্রযান ৩ এর আগে চাঁদে পৌঁছাতে, রাশিয়া তাদের চন্দ্রযান লুনা ২৫ এর গতি বাড়ায়। গতি বাড়ানোর ফলে এটি, চাঁদের মাটিতে হার্ড ল্যান্ডিং করে। হার্ড ল্যান্ডিং এর কারণেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় লুনা ২৫। এই চন্দ্রযানের সাথে সাথেই ধবংস রাশিয়ার সমস্ত স্বপ্ন, আশা। একই সাথে লসে গেছে রুশ সরকারের কোটি কোটি টাকা। যা আপনার কল্পনার বাইরে। চন্দ্রযান লুনা ২৫ এর সাথে সাথে নষ্ট হয়েছে, রাশিয়ার নাগরিকদের ট্যাক্স, বিজ্ঞানীদের শ্রম, মেধা, সরকারের কোটি কোটি টাকার উদ্যোগ। লুনা ২৫ এর ব্যর্থতা রাশিয়া সরকারের হাত পা ভেঙেছে। মোট কত টাকা ক্ষতি হয়েছে রাশিয়ার দেখুন, এক নজরে-
এক, লুনা ২৫ এর ফলে রাশিয়ার যে ক্ষতির অঙ্ক দাঁড়িয়েছে তা বোঝা যাবে, লুনা ২৫ এ ব্যবহৃত যন্ত্রপাতির দাম থেকে। অল্প সময়ে লুনাকে চাঁদে পাঠাতে, রাশিয়া লুনা ২৫এ ব্যবহার করেছে কোটি কোটি টাকার রকেট। এই দামে দুবাইয়ের আস্ত আস্ত দ্বীপ কিনে ফেলা সম্ভব।
দুই, চাঁদের বুকে গর্ত খুঁড়ে গবেষণা চালানোর জন্য, লুনা ২৫ এ ছিল প্রচুর পরিমাণে সোলার এবং ক্যামেরা। যেগুলোর মূল্য দিয়ে ১০টি দেশের দায় দায়িত্ব পালন করা যাবে।
তিন, লুনা ২৫ এ কোটি টাকার ড্রিল মেশিন ছিল বলেও জানা যাচ্ছে।
চার, লুনা ২৫ এ ছিল স্বয়ংক্রিয় কম্পিউটার। যা নিজে থেকেই নিরাপদ কক্ষপথ নির্ধারণ করতে সক্ষম ছিল। এর দামও কোটি কোটি টাকা। সব মিলিয়ে মোট ১৬ হাজার কোটিরও বেশি খরচ হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ক্ষতি ও খরচের অঙ্ক নিয়ে এখনও মুখ খোলেনি রাশিয়া। লুনা ২৫ এর ক্ষতির অঙ্ক প্রকাশ্যে এনেছে আমেরিকা ও ইউরোপের তাবড় তাবড় সংবাদ মাধ্যম।
Leave a Reply