চন্দ্রযান ৩ কে হারাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি রাশিয়ার! শিউরে উঠেছে গোটা দেশ, দেখুন কীভাবে ফুঁপিয়ে কাঁদছে পুতিন
চন্দ্রযান ৩ কে হারাতে গিয়ে
ভয়ঙ্কর পরিণতি রাশিয়ার!
শিউরে উঠেছে গোটা দেশ!
ভারতের আগে চাঁদে নামতে
বড়সড় অঘটন ঘটাল রাশিয়া!
ফুঁপিয়ে কাঁদছে পুতিন!
চন্দ্রযান ৩ কে টেক্কা দেওয়ার
চরম মাশুল গুনছে রুশ সরকার!
দেখুন কীভাবে ল্যাজেগোবরে
অবস্থা হল রাশিয়ার
ভারতের সাথে পাঙ্গা নেওয়াটা যে কত বড় ভুল সেটা হারে হারে টের পাচ্ছে রাশিয়া! ভারতের চন্দ্রযান ৩ কে ল্যাং মারতে গিয়েই, নিজেরাই পড়েছে গর্তে। কাউকে মুখ দেখাতে পারছে পুতিনের দেশ! এবার ভারতের চন্দ্রযান ৩ কে টেক্কা দিতে গিয়ে মুখ পোড়াল রাশিয়া। একেবারে ল্যাজেগোবরে অবস্থা! আসলে চাঁদের মাটি ছুঁতে, ভারতের সাথেই লাইনে ছিল রাশিয়া। ভারতের তরফে যেমন, চন্দ্রযান ৩ চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে, একই ভাবে রাশিয়া থেকে পাড়ি দিয়েছিল লুনা-২৫ নামক চন্দ্রযানটি। রাশিয়ার মহাকাশ যানটি ভারতের আগেই পাড়ি দিয়েছে। হিসেব মত, ভারতের আগেই চাঁদের মাটি ছোঁয়ার কথা রাশিয়ার। রুশ মহাকাশ সংস্থা সূত্রে খবর, গতকালই চাঁদে নামার কথা ছিল লুনা ২৫ এর। কিন্তু তার আগেই মুখ থুবড়ে পড়ে যায়। সাথে সাথেই জলে যায় রাশিয়ার চন্দ্র জয়ের স্বপ্ন।
রাশিয়ার এই ব্যর্থতার পিছনে উঠে আসছে মারাত্মক কারণ। অনুমান করা হচ্ছে, ভারতের চন্দ্রযান ৩ কে টেক্কা দিতেই নাকি এমন অঘটন ঘটিয়ে ফেলেছে রাশিয়া। আসলে, চন্দ্রযান ৩ এর মতই চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল লুনা ২৫। অর্থাৎ রাশিয়া ও ভারত উভয়ের লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু। চাঁদ থেকে উভয়েরই ব্যবধান সামান্য। ভারত ও রাশিয়ার মধ্যে একটা টান টান উত্তেজনা। দুজনের মধ্যে কেউ না কেউ যখন তখন চাঁদের মাটি ছুঁয়ে ফেলতে পারে। ফলে এই সব ভেবে চিন্তায় পড়ে যায় রাশিয়া। ভারত যদি আগে পৌঁছে যায় সেই ভয়ে, আতঙ্কে ভারতকে হারাতে রাশিয়া নিজেদের চন্দ্রযানের গতি বাড়িয়ে দেয়। যার ফলে সমস্ত কিছু ঠিক থাকা স্বত্তেও চাঁদের দক্ষিণ মেরুতে নামতে পারেনি লুনা ২৫। রুশ মহাকাশ সংস্থা লুনা ২৫ এর গতি এতটাই বাড়িয়ে দিয়েছিল যে, সেটি হার্ড ল্যান্ডিং করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। পুরো মিশন ফেইলড হয়ে যায় রাশিয়ার। দুর্ভাগ্যের বিষয় আর একটি মাত্র কক্ষ পথ পেরোলেই লুনা ২৫ আজ চাঁদের মাটিতে থাকত। এত ভালো জায়গায় থেকেও শুধুমাত্র, ভারতের চন্দ্রযানের সাথে রেষারেষি করে বিপদ ঢেকে আনল রাশিয়া।
রাশিয়া যে ভারতকে টেক্কা দিতে চেয়েছিল, সেটার প্রমাণ, লুনা ২৫ এর তীব্র গতি। রাশিয়া এই ভুলটি না করলে, চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম পা রাখত রাশিয়া। তাদের মুকুটে জুড়ত নয়া রেকর্ড।
Leave a Reply