হোটেল

বাংলাইদের এমনিতেই পায়ের তলায় সর্ষে! ভ্রমণ  পিপাসু বাঙালি বছরভর কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে পড়েন। আর কোথাও ঘুরতে যাওয়ার কথা উঠলে প্রথমেই আসে হোটেল বুকিং কিংবা ট্রেনের টিকিট কাটার মত বিষয়গুলি। এখনকার ডিজিটাল দুনিয়ায় হোটেল বুকিং-এর কথা উঠলে বেশিরভাগ মানুষেরই ভরসা অনলাইন। অনলাইনে হোটেল বুক করতে গেলেই চলে আসে, বাজেট সহ হোটেলের সমস্ত রকম সুযোগ-সুবিধা এবং স্টার সংখ্যা। তবে বাজেট সহ অন্যান্য জিনিসগুলি বোঝা গেলেও অনেকেই হোটেলের পাশে থাকা স্টারগুলোর ব্যাপার বুঝতে পারে না।  আসলে হোটেলের এই স্টারের ওপরেই  নির্ভর করে কোন হোটেল গুলিতে কি কি ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। কিন্তু ওই স্টারগুলির মধ্যে কি পার্থক্য রয়েছে তা নিয়েই অনেকের মনেই নানা ধরনের প্রশ্ন থাকে। চলুন দেখে নেওয়া যাক একতারা থেকে শুরু করে ৭ তারা হোটেলের মধ্যে থাকা পার্থক্য গুলি কি কি।

কীভাবে হোটেল রেট করা হয়?

কোনো হোটেলের রেটিং ঠিক করার আগে বিশেষভাবে নজর দেওয়া হয় ঘরের সাইজ, বাথরুম, লবি, রেস্টুরেন্ট, খাবার, হেল্থ ক্লাব, সুইমিং পুল ইত্যাদির সুবিধার উপর।

১ তারা হোটেল:

ওয়ান স্টার হোটেল মানেই ঘরটা তুলনা মূলকভাবে ছোটো হয়। এই ধরণের হোটেল গুলোতে থাকা খাওয়ার ব্যবস্থাও খুবই সাধারণ মানের হয়ে থাকে। তাই স্বাভাবিকভাবেই খরচও  কম পড়ে। তবে রেটিং ১ স্টার হলেও শৌচাগার, গরম এবং ঠান্ডা জলের ব্যবস্থাসহ রুম সার্ভিসের  সুবিধাও দেওয়া হয়ে থাকে ।

২ তারা হোটেল:

দুই তারা হোটেলের ঘরগুলো তুলনামূলক ভাবে একটু বড় হয়। সম্ভাব্য ভাড়া হয়ে থাকে  ১৫০০ টাকার মতো। এই হোটেলের অন্যান্য সমস্তরকম সুযোগ সুবিধা থাকার পাশাপাশি অতিথিদের জন্য থাকে টিভির ব্যবস্থাও।

৩ তারা হোটেল:

এই হোটেলের ঘর ভাড়া ২০০০ টাকা হলেও অতিথিদের সুবিধার জন্য এসি,ইন্টারনেট সুবিধা ছাড়াও থাকে পার্কিংয়ের  ব্যবস্থা। ঘরগুলিও  আকারে কিছুটা বড় হয়।

৪ তারা হোটেল:

এই চার তারকা হোটেলের ঘর গুলির বিশেষত্বই হল স্যুট রুম এবং বাথরুমে বাথটাবের সুবিধা থাকে। এছাড়াও সুরাপ্রেমীদের জন্য একটি মিনি বার এবং একটি ফ্রিজও থাকে। আর ঘরগুলোও বেশ বড় হয় ।

৫ তারা হোটেল:

বেশিরভাগ ৫ তারা হোটেল গুলিতেই জোর দেওয়া হয় আতিথেয়তার প্রতি। তাই বেশি সুযোগ সুবিধা সম্পন্ন এই হোটেলগুলিতে মাল্টি-ক্লাস সুবিধা প্রদান করা হয়। এছাড়াও থাকে এতে জিম এবং সুইমিং পুলের ব্যবস্থা। এই হোটেলের ঘরগুলি সাইজেও অনেক বড় হয়।

৭ তারা হোটেল:

এই ৭ তারা হোটেলগুলো বিলাসবহুল বাংলো থেকে কোনো অংশে কম নয়। চোখ ধাঁধানো এই হোটেল রুমগুলিতে একাধিক সুযোগ সুবিধার পাশাপাশি থাকে পিক-আপ এবং ড্রপদেওয়ার ব্যবস্থাও।  গ্রাহকদের সমস্ত সুবিধা অসুবিধারও খেয়াল রাখা হয়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *