ভারতীয়দের কাছে সোনা মানেই শুভ। তাই বিয়ের অনুষ্ঠান হোক কিংবা পুজা-অর্চনায় হলুদ রঙের এই ধাতুটি প্রাচীনকাল থেকেই নিজস্ব ধারা বহন করে চলেছে। বিশেষ করে মেয়েদের সোনার প্রতি থাকে একটু আলাদাই আকর্ষণ। তাই বছরভর সংসার খরচ বাঁচিয়ে যেটুকু টাকা সঞ্চয় হয় তা দিয়ে অনেকেই সোনার গয়না বানিয়ে থাকেন। তবে সোনা যে শুধুমাত্র অলংকরণের জন্যই সবাই বানায় তা কিন্তু নয়। অনেকেই ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও সোনার গয়না তৈরি করে রাখেন।
সস্তায় সোনা কিনতে বেশীরভাগ ভারতীয়ই এতদিন দুবাই ছুটতেন। কিন্তু এবার কষ্ট করে আর দুবাইও যেতে হবে না। কারণ দুবাইয়ের থেকেও কাছে অবস্থিত ভারতের প্রতিবেশী দেশে ভুটানে এখন ভারতের থেকে প্রায় ১৭ হাজার টাকা কম দামে সোনা কিনতে পাওয়া যাচ্ছে। আসলে চলতি বছরের শুরুর দিকেই অর্থাৎ ২১ ফেব্রুয়ারি থেকেই এই শুল্কবিহীন সোনা কেনার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভুটান সরকার। জানা যায় ভুটানের মহামান্য রাজার জন্মবার্ষিকী ও ভুটানের নববর্ষ উপলক্ষে এবং পর্যটনকে তুলে ধরতে এই লুট অফার দেওয়া হচ্ছে ভুটান সরকারের তরফ থেকে। তাই কম দামে সোনা কিনতে হলে সোনা প্রেমীদের কাছে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ।
বর্তমানে ভারতে সোনার দাম আকাশ ছোঁয়া। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৫ হাজারের কাছাকাছি, আর ২৪ ক্যারেট সোনার দাম ৬০ -এর কোটায়। কিন্তু সোনাসনেপ্রেমীদের দুশ্চিন্তার দিন শেষ। কারন প্রতিবেশী দেশ ভুটানেই এখন সোনা পাওয়া যাচ্ছে ভারতের থেকে প্রায় ১৭ হাজার টাকা কমে। তাই আপনি যদি ভুটান বেড়াতে যান কিংবা সেখান থেকে কিছু কিনতে চান, তাহলে এই সোনা কিনতে পারেন। তাই কারোর বিদেশ ভ্রমণের তালিকায় ভুটানের নাম থেকে থাকে। তাহলে তাদের জন্য এটাই সুবর্ণ সুযোগ, একটু বাজেট বাড়িয়ে প্রতিবেশী ভুটানে গেলে এবার আপনিও পেয়ে যাবেন সস্তায় সোনা কেনার সুযোগ।
এমনিতে বিশ্বজুড়ে পর্যটনকেন্দ্র হিসাবেই বিখ্যাত ভুটান। তবে ইদানিং সস্তায় সোনা কেনার জন্যও অনেক মানুষ এখন দুবাই ছেড়ে ছুটছেন ভুটানে। তাই এখানে ঘুরতে আসা ভারতীয়রাও এবার থেকে কর মুক্ত সোনা কিনতে পারবেন এবং তা নিজেদের সঙ্গে ভারতে নিয়েও আসতে পারবেন। তবে এক্ষেত্রে থাকছে নির্দিষ্ট কিছু সরকারি নিয়ম। তাই কেউ যদি মনে করেন ভুটানে গিয়ে ইচ্ছা মতন সোনা কিনে নিয়ে আসবেন,তাহলে সে গুড়ে বালি! কারণ এক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট সীমা। তাই ভুটানের নিয়ম অনুযায়ী একজন ভারতীয় পুরুষ ৫০,০০০ টাকা মূল্যের শুল্কবিহীন সোনা কিনতে পারবেন,যা প্রায় ২০ গ্রাম। তবে একজন মহিলার ক্ষেত্রে পরিমাণটা একটু বেশী। জানা যাচ্ছে ভারতীয় মহিলারা ১ লক্ষ টাকা মূল্যের করমুক্ত সোনা কিনতে পারবেন যা প্রায় ৪০ গ্রাম।
Leave a Reply