যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লাগু হয়েছে বাঘা বাঘা নিয়ম! এবার বন্ধ হবে সিনিয়রদের দাদাগিরি, থেমে যাবে সমস্ত কুকীর্তি
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
লাগু হয়েছে ৬টি বাঘা বাঘা নিয়ম!
এবার বন্ধ হবে
সিনিয়রদের দাদাগিরি!
২৪ ঘণ্টা চলবে
কড়া নজরদারি!
কুকীর্তি করলেই
পড়ে যাবে ধরা!
ঠিক কী কী নিয়ম
লাগু হয়েছে?
শেষমেষ হুঁশ ফিরল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। এতদিন ধরে চলে আসা বিশৃঙ্খলায় অবশেষে দাড়ি টানল। তাও আবার এক পড়ুয়ার প্রাণের বিনিময়ে। লাগু করল একগুচ্ছ কড়া নির্দেশিকা। এবার এমন নির্দেশিকা লাগু করল যা লাগাম টানবে যাদবপুর ইউনিভার্সিটির সমস্ত কুকর্মে। নতুন এই নির্দেশিকার ফলে এবার থেকে ইউনিভার্সটির ভেতরে অনৈতিক কাজ কর্ম করার আগে পড়ুয়ারা দুবার ভাববে। আর যদিও বা কেউ আইন ও নিয়ম বিরুদ্ধ কোনও কাজ করেও থাকে, সেক্ষেত্রে
রেয়াত দেওয়া হবে না কাউকে।
এক নজরে দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কী কী নতুন নিয়ম লাগু হয়েছেঃ-
এক, বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধঃ
এবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়য়ের প্রাঙ্গণে বহিরাগতের আনাগোনা সম্পূর্ণ নিষিদ্ধ। এতদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে কেউ অবাধে প্রবেশ করতে পারত। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া না হওয়া স্বত্তেও দেদার যাদবপুর ক্যাম্পাসে ঘুরে বেড়াত। এবার থেকে এই সব কঠোর ভাবে নিষিদ্ধ।
দুই, পরিচয় পত্র দেখাতে হবেঃ
নতুন নির্দেশিকা অনুযায়ী, রাত ৮ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত ক্যাম্পাসে ঢুকতে পরিচয়পত্র দেখাতে হবে। নইলে কাউকে ঢুকতে দেওয়া হবে না। যদি কেউ নিয়ম অমান্য করে কঠোর শাস্তি দেওয়া হবে।
তিন, সুরাপান নিষিদ্ধঃ
যাদবপুর ক্যাম্পাসের অন্দরে সুরাপান কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। মানসিক ও শারীরিক উত্তেজনাকে বাড়িয়ে দেয়, স্থিতিশীলতাকে নষ্ট করে দেয় এমন কোনও দ্রব্যসেবন ইউনিভার্সিটির অন্দরে সম্পূর্ণভাবে বন্ধ। যদি কেউ নিয়ম অলঙ্ঘন করে, সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
চার, গাড়িতে স্টিকারঃ
নতুন নির্দেশিকা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে যে গাড়িগুলি প্রবেশ করবে সেই গাড়িগুলোতে, বিশ্ববিদ্যালয়ের দেওয়া নির্দিষ্ট স্টিকার থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্টিকার না থাকলে সেই গাড়িগুলোকে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। তাছাড়া কোনও গাড়ি যদি স্টিকার ছাড়া বিশ্ববিদ্যালয়ে যেতে চায় তবে গেটে সেই গাড়ির নম্বর ও কেন সেটা ভেতরে যেতে চাইছে সবটা উল্লেখ করতে হবে।
পাঁচ, রেজিস্টার মেনটেনঃ
বিশ্ববিদ্যালয়ে, ঢোকা-বেরোনোর সময় রোজ রেজিস্টার মেনটেন করতে হবে। দিনে কতজন ঢুকেছে, বেরিয়েছে, কতক্ষণ থেকেছে সমস্ত হিসেব রাখবে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
ছয়, সমস্ত গেটে সিসিটিভি থাকবেঃ
এবার থেকে ক্যাম্পাসের সমস্ত গেটে ও হস্টেলের মেন গেটে সিসিটিভি বসবে। ২৪ ঘণ্টা কড়া পাহাড়া থাকবে।
Leave a Reply